আমাদের কথা খুঁজে নিন

   

নারায়ণগঞ্জ মানেই গ্যাঞ্জাম!!

শ্বাস-প্রশ্বাসে আছে স্বাধীনতা, চিন্তায় মানবতা...

সকালে ঘুম থেকে উঠলাম চিল্লা-পাল্লার শব্দে...বুঝলাম কোন একটা গ্যাঞ্জাম লেগেছে হয়তো! দৌড়ে বারান্দায় গিয়ে নীচে রাস্তায় তাকিয়ে দেখি অনেকগুলা মানুষ দৌড়া-দৌড়ি করতেছে আর পুলিশ শটগানের ফাকা গুলি করতেছে...কিছুক্ষন দেখতে থাকলাম অবুঝের মতন। পড়ে বুঝলাম কাহিনি! ইহা কোন হরতালজনিত কারনে হয় নাই। ইহা বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের তৃতীয় ওয়ানডে ম্যাচ এর টিকিট প্রাপ্তি নিয়ে...চাষাড়া'র ইউসিবি ব্যাংক থেকে নভেম্বরের ১ম এবং ২য় তারিখে ম্যাচের টিকিট দেয়ার কথা ছিল। আরও জানলাম যে, শুক্রবার ভোর থেকেই কয়েকশ ক্রিকেট প্রেমী তৃতীয় ওয়ানডে ম্যাচের টিকেটের জন্য শহরের চাষাঢ়াস্থ ইউসিবি ব্যাংকের নিচে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। সকাল ৮টায় ব্যাংকের নিরাপত্তারক্ষীরা ব্যাংকের নিচে একটি ব্যানার লাগিয়ে দেয়।

যাতে লেখা ছিল তৃতীয় ওয়ানডের টিকেট শনিবার বিক্রি হবে। অনিবার্য কারণ বশত শুক্রবার টিকেট বিক্রি হবে না। এ ব্যানার লাগানোর পর টিকেটের জন্য অপেক্ষমান ক্রিকেট ভক্তরা ক্ষুব্দ হয়ে উঠে। তারা ব্যাংকের জানালায় ইটপাটকেল নিক্ষেপ করে কাঁচ ভাংচুর করে। এক পর্যায়ে তারা বঙ্গবন্ধু সড়কে বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে টিকেট প্রত্যাশীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়ে যায়। ক্রিকেটপ্রেমীরা পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। পুলিশের অভিযানে একপর্যায়ে টিকেট প্রত্যাশীরা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের দিকে সরে গিয়ে সেখানেও যানবাহন ভাংচুর শুরু করে। পরে সেখানেও পুলিশ অভিযান চালিয়ে রাস্তার উপর থেকে তাদের সরিয়ে দেয়। মোটামুটি ২৫ জনের মত আহত হয়েছে আর নয়-দশজন গ্রেপ্তারও হয়েছে।

রাস্তায় এখনো ভাংচুরের কিছু চিহ্ন আছে...!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.