আমাদের কথা খুঁজে নিন

   

একটি চলমান সরলরৈখিক চতুর্মাত্রিক প্রেমের কাহিনি

জয়ন্তীঃ একটু শান্ত ধরনের মেয়ে জয়ন্তী মনে-প্রাণে ভালবাসে মুহিতকে । মুহিতঃ একটু পাগল আর জেদী ধরনের ছেলে মুহিত। কিন্তু বাস্তবতাকে তার চেয়ে ভাল আর কে বুঝে। সময়ের পথচলার কোন এক বাকে ভালবেসেছে দীপাবলী কে । কিন্তু বাস্তবতার চাপে কখনো বলা হয়ে উঠেনি ।

দীপাবলীঃ উচ্ছল আর ছটফটে মেয়ে দীপাবলী অন্যদের চেয়ে একটু আলাদা। ক্র্যাশ খাওয়ার ইতিহাস তার বেশ লম্বা । কিন্তু কোনটাই শেষ নাগাদ প্রেম পর্যন্ত গড়ায় নি। সর্বশেষ সে রিয়াদ এর উপর বেশ জোরালো ক্র্যাশ খেয়েছে । রিয়াদঃ ভাবুক ধরনের ছেলে রিয়াদের পয়েন্ট অব ইন্টারেস্ট আবার অন্য জায়গায় ।

তবে এ বিষয়ে সে খুব কমই মুখ খুলে। ….. ফলাফলঃ ভালবাসার এমন অদ্ভুত চলমান সরলরৈখিক আচরণে সবকটা হৃদয় কষ্টে আছে। সবার প্রশ্ন ভালবাসা কেন সরলরৈখিক। কেন দুই প্রান্ত কখনো এক হবার নয়? তারপরঃ এইখানেই একটি কাল্পনিক বাস্তব মুভি সমাপ্ত। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.