আমাদের কথা খুঁজে নিন

   

সুমন্টোগ্রাফি !! গতকালের ফটোআড্ডার সময় তোলা কিছু ছবি !!!

ছন্নছাড়া বাঁধনহারা দস্যি একটা ছেলে ,, দিবানিশি ক্যামেরা চালায় আহার নিদ্রা ফেলে :) :) গতকাল শনীবারে পরীক্ষা শেষ করে দুপুরে বাসায় ফিরেই মনে মনে সিদ্ধান্ত নিলাম আজ স্ট্রীট ফটোগ্রাফি করতে যাবো !! যা ভাবা তাই কিন্তু একা একা কেমন হবে তাই ভেবে ফেসবুকে ব্লগার "ক্যামেরাম্যান" নানা'র শখের ফটোগ্রাফি গ্রুপে একটু আওয়াজ দিলাম কেউ যাবে কিনা জানতে !! হঠাৎ দেখি ব্লগার রাষ্ট্রপ্রধান ভাই বললেন আমি কামিং ..... কই আসবো কউ !! আমি বললাম স্থান এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন !! চইলা আসেন তাড়াতাড়ি !!তারপর বের হয়ে ব্লগার ক্যামেরাম্যান নানা কে ফোন দিলাম !! নানাও ফ্রি ছিলেন ! তাই আধা ঘন্টার ভেতর দেখি নানা হাজির !! ! তারপর আমরা দুজন মানে নানা আর আমি স্টেশনে ঢুকে ছবি তোলা শুরু করলাম !! কিছুক্ষন বাদেই দেখি রাষ্ট্রপ্রধান ভাই ব্লগার বাল্যবন্ধু কে নিয়ে হাজির ! সবাই মিলে শুরু হলো ছবি তোলা ও বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা !! কার ছবি কেমন আসছে কি করলে কেমন হয় এইসব আরকি !! কিন্তু আমাদের একটু দুর্ভাগ্য যে সেই সময় সুর্যমামা অতিদ্রুত ডুব দেওয়ায় ছবি লো লাইটের কারনে এবং আমাদের কাছে ট্রাইপড না থাকার কারণে খুব একটা তোলা গেল না !! পরে আমরা ওখান থেকে একটু হালকা উদরপুর্তি করে সেদিনের মত আড্ডার সমাপ্তি ঘোষনা করলাম !! আসেন ছবি দেখি কয়েকটা !! ১# ২# ৩# ৪# ৫# ৬# অল্প সময় হলেও অনেক মজার একটা আড্ডা হয়ে গেল !! এমন আড্ডা মাঝে মাঝে হলে বেশ ভালই লাগে !! অসমবয়সের কিছু বন্ধু যখন একে অন্যের সাথে হাসি ঠাট্টা আনন্দ ও নানা রকমের আইডিয়া শেয়ার করে তখন অনেক অভিঞ্জতাই অর্জন হয় বলে মনে হয় !! আড্ডা আবার হবে !!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.