আমাদের কথা খুঁজে নিন

   

*ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি* বাই আপনাদের পরিচিত সুমন্টোগ্রাফি

ছন্নছাড়া বাঁধনহারা দস্যি একটা ছেলে ,, দিবানিশি ক্যামেরা চালায় আহার নিদ্রা ফেলে :) :) ঘরের জানালার পাশে আম, কাঁঠাল , নীম আরও অনেক গুলো প্রজাতির গাছ রয়েছে । ওখানেই প্রতিদিন বিভিন্ন পাখিদের আড্ডা বসে ।তবে অন্যান্য পাখিদের চেয়ে চড়ুই পাখির পরিমান একটু বেশিই দেখা যায় । তবে আমার প্রিয় পাখি কাক ও কম না .!! প্রতিদিন কাকের কাকা আর চড়ুইয়ের কিচিরমিচির শব্দে ঘুম ভাঙ্গার মজায় আলাদা এই ইট কাঠের শহরে । আজ এই সব পাখিদেরই বন্দি করতে চেষ্টা করলাম ক্যামেরার ফ্রেমে ....... ১# ২# ৩# ৪# ৫# ৬# ৭# ৪# ৯# ১০# আবার আসিব ফিরে সামু ব্লগের তীরে ,, হয়তো মানুষ নয় তো অন্য কোন প্রানীর সুন্দর কিংবা কুৎসিত ছবি ব্লগ নিয়ে ভাল থাকবেন সবাই ... হ্যাপি ব্লগিং

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.