আমাদের কথা খুঁজে নিন

   

নিখোঁজের ঘটনা বাড়ছে

বিভিন্ন স্থানে স্কুল শিক্ষার্থী ও ব্যবসায়ী নিখোঁজসহ অপহরণের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। নিখোঁজ হওয়া অধিকাংশ শিক্ষার্থীরই কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। পার্বত্য চট্টগ্রাম ও বান্দরবানের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার্থী নিখোঁজের ঘটনা বেশি ঘটছে বলে জানা গেছে। এতে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ছেলেধরা আতঙ্ক বিরাজ করছে। বিস্তারিত খবর পাঠিয়েছেন আমাদের প্রতিনিধিরা : রাউজান (চট্টগ্রাম) : চট্টগ্রামের রাউজানে নিখোঁজের ঘটনা বাড়ছে।

২৫ অক্টোবর আবারও এক স্কুলছাত্র নিখোঁজের ঘটনায় এলাকার অভিভাবক মহলে নেমে এসেছে ছেলেধরা আতঙ্ক। সর্বশেষ নিখোঁজ হয় উপজেলার কদলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র শেখ মোহাম্মদ জাহেদ। সে কদলপুর গ্রামের সিকদার বাড়ির মোহাম্মদ জসিমের ছেলে। সূত্রমতে, গত মাস থেকে রাউজানে নিখোঁজ হয়েছে প্রায় ৭ জন। এর মধ্যে ৪ শিক্ষার্থী রয়েছে।

নিখোঁজরা পাচারকারী দলের হাতে পড়ে অপহৃত ও নিখোঁজ হতে পারে বলে ধারণা করছে সচেতন মহল। এদের মধ্যে ক’জনকে পুলিশ উদ্ধার করেছে বলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আমিন জানান। নিখোঁজ হওয়া কয়েক শিক্ষার্থীর মধ্যে এবারের এসএসসি পরীক্ষার্থী সানজিদা আকতার প্রমি গত ২৮ সেপ্টেম্বর পূর্ব গুজরা উচ্চ বিদ্যালয়ে আসার পথে নিখোঁজ হয়। এখনও তার কোনো হদিস পাওয়া যায়নি। এর আগে গত ১৫ সেপ্টেম্বর নিখোঁজ হয় একই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র মোরশেদুল আলম।

সে পূর্ব গুজরা ইউনিয়নের বড়ঠাকুরপাড়ায় ফুফুর বাড়ি বেড়াতে গিয়ে নিখোঁজ হয়। অন্যদিকে পাহাড়তলী খানপাড়া বিদ্যালয়ের ছাত্রী আমেনা বেগম (১২) নামের আরেক ছাত্রীও নিখোঁজ রয়েছে দু’সপ্তাহ ধরে। পরিবার ও আত্মীয়স্বজনের ধারণা, তাকে পাচারের লক্ষ্যে কোনো চক্র অপহরণ করেছে। আলীকদম (বান্দরবান) : বান্দরবানের আলীকদমে গত এক সপ্তাহ ধরে এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। আত্মীয়স্বজন অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেলে নিখোঁজের স্ত্রী রাবেয়া বেগম থানায় একটি জিডি করেছেন।

আলীকদম থানার জিডি নং-৮৯৮, তারিখ- ২৭/১০/২০১১ মূলে জানা গেছে, উপজেলার নয়াপাড়ার বাসিন্দা আবদুস শুক্কুরের ছেলে মো. নুরুল হক ২২ অক্টোবর বিকালে বাজারে আসার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে আজও বাড়ি ফেরেনি। দুর্গাপুর (নেত্রকোনা) : গত ৫ দিনেও সন্ধান মেলেনি রানীখং মিশন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী ঝুমা ক্ষত্রিয়ের। ২৪ অক্টোবর স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে তাকে অপহরণ করে দুর্বৃত্তরা। মামলার বাদী ঝুমার বাবা সুধাংশু ক্ষত্রিয় জানান, ২৪ অক্টোবর তার মেয়ে স্কুলে গিয়ে স্কুল ছুটি শেষে আর বাড়ি ফেরেনি। উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের আড়াপাড়া গ্রামের লিটন হাজং তার সঙ্গীদের নিয়ে ভাড়ায় চালিত মোটরসাইকেলযোগে ঝুমাকে অপহরণ করে নিয়ে যায়।

এ ব্যাপারে দুর্গাপুর থানায় একটি অপহরণ মামলা হয়েছে। ঘটনার পর ১নং বিবাদী লিটন হাজংয়ের বড় ভাই সত্যেন হাজং মামলা তুলে নেয়ার জন্য ঝুমার পরিবারের ওপর নানা হুমকি দিয়ে আসছে। সোনাগাজী (ফেনী) : সোনাগাজীতে নাজমুল হোসেন রাকিব নামের এক ব্যবসায়ী গত দু’দিন করে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন। পরিবারের ধারণা দুর্বৃত্তরা তাকে অপহরণ করেছে। পুলিশ ও রাকিবের পরিবার জানায়, সোনাগাজীর মোশারফ ফিলিং স্টেশনের মালিক নাজমুল হোসেন রাকিব শুক্রবার সকাল ১০টার দিকে তার অসুস্থ নানিকে দেখতে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সুজাপুর গ্রামে যান।

সেখান থেকে বাড়ি ফেরার পথে তিনি নিখোঁজ হন। গতকাল সন্ধ্যা পর্যন্ত তার কোনো সন্ধ্যান পাওয়া যায়নি এবং ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.