আমাদের কথা খুঁজে নিন

   

নিখোঁজের ৪ দিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার

রাজধানীর নবাবপুর রোডের ওয়ার্কশপ ব্যবসায়ী আনোয়ার হোসেনের (৪০) ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে বুড়িগঙ্গা নদীর পোস্তগোলা থেকে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠায়। গত বুধবার দুপুর থেকে আনোয়ার হোসেন নিখোঁজ ছিলেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক আব্দুস সালাম জানান, অজ্ঞাত হিসেবে লাশটি উদ্ধার করা হয়। পরে পরনের পকেট থেকে পরিচয়পত্র ও মোবাইল নম্বর পাওয়া যায়।

মোবাইলে যোগাযোগ করলে স্বজনরা এসে মরদেহ আনোয়ার হোসেনের বলে শনাক্ত করেন। তিনি আরও জানান, নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে হত্যার পর লাশ পানিতে ফেলে দেয়া হয়েছে।

নিহতের খালা শাশুড়ী সুলতানা রাজিয়া জানান, পুরান ঢাকার ২০২/এ নবাবপুর রোডের ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এর স্বত্তাধিকারী আনোয়ার হোসেন। গত বুধবার দুপুরে নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বেরিয়ে সে নিখোঁজ হয়।

তিনি জানান, প্রায় ৬ বছর পূর্বে আনোয়ার হোসেনের স্কুল পড়ুয়া ছেলে জিসানও (১১) সন্ত্রাসীদের হাতে খুন হন।

আনোয়ার হোসেনের পৈত্রিক বাড়ী নোয়াখালীতে হলেও দীর্ঘদিন দিন ধরে স্বপরিবারে ঢাকার নবাবপুর রোডে বসবাস করছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.