আমাদের কথা খুঁজে নিন

   

মগের মুল্লুক

আমাদের বাঙলায় একসময় মগের মুল্লুক জারি ছিল সেই মুঘল আমলে। আরাকানের মগ ও ফিরিঙ্গিরা (পর্তুগীজ) মিলে এই বাংলায় যা ইচ্ছা তাই করতো। তাদের দৌরাত্ম এমনকি ঢাকা পর্যন্ত পৌছে গিয়েছিল। নদীপথে তারা যা পেত তাই লুট করতো। গত ২৬ ও ২৭ তারিখে শ্রমিক সংগঠনের ডাকা পরিবহন ধর্মঘট ছিল।

ধর্মঘটটি এমন ভাবে বা এমন সময় ডাকা হয়েছিল যে বেশিরভাগ মানুষ তা জানতে পারেনি। ফলে মহিলা, শিশু, বৃদ্ধ অসহায় ভাবে রাস্তায় দাড়িয়ে থেকেছে। সকাল থেকেই দেখা যায় শক্ত-পোক্ত লাঠি হাতে উম্মত্ত কিছু মানুষ রাস্তার মোড়ে মোড়ে দাড়িয়ে আছে। তারা শুধু নিজেদের পরিবহনই বন্ধ রাখবে না বরং রাস্তায় কাউকে চলতে দিবে না। রাস্তায় ব্যাটারি চালিত যান বা নছিমন-করিমন ধরনের যান যারা চালাচ্ছিল সব বন্ধ করছিল।

শুধু বন্ধ করেনি, গাড়ী ভাঙ্গা সহ চালকে বেদম প্রহার চলছিল। ঘটনাগুলো আরও ভয়ংকর ছিল যখন তা ঘটছিল নির্জন রাস্তায়। সেখানে রাস্তা অবরোধের পাশাপাশি লুটতরাজও চলেছে। ঝিনাইদহের কালিগঞ্জ-বারোবাজার রাস্তা ছিল ভয়াবহ। কেন, বুঝলাম না এমন পরিস্থিতিতে আমাদের পুলিশ বাহিনীর উপস্থিতি তেমন ছিল না।

একটি সভ্য দেশে এক শ্রেণীর মানুষ ২ দিন ধরে অসভ্যতা চালালো, মানুষের জান-মালের ক্ষতি করলো অথছ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোন পদক্ষেপ নিল না? বিরোধীদলের হরতালে রাস্তায় পুলিশ প্রহরা থাকে সবসময়, সামনে কি খুব খারাপ দিন আসছে ? শত শত বছর আগের মগের মুল্লুক বুঝি এমনই ছিল!!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।