আমাদের কথা খুঁজে নিন

   

মগের মুল্লুক



মগের মুল্লুক একসময় সমাজের অবস্থা সম্পন্ন লোকজন পানি খেতে ব্যবহার করতেন কাসা বা পিতলের গ্লাস। একখানা কাসার থালা কিংবা গ্লাস মানুষের কতটা প্রিয় হতে পারে তা আমরা খুঁজে পেয়েছি শরৎচন্দ্রের ‘মহেষ’ গল্পে। এরপর কালের পালাবদলে মানুষের হাতে উঠে এসেছে চীনা মাটি বা সিরামিকের পাত্র। আর বর্তমানে তরুণ-তরুণীদের মাঝে নতুন হিড়িক হলো নিজের একখানা মগ রাখা। এই মগ অনেক সময় কথিত তরুণ-তরুণীটির রুচি অভিরুচির প্রকাশ ঘটায়।

তাই অনেকেই বেশ খোঁজাখুঁজি করে এই মগ কিনে থাকেন। মগ কেনার আগে ঠিক করুন কোথায় মগটি ব্যবহার করবেন। অফিসের জন্য হলে অবশ্যই এমন কোনো মগ ব্যবহার করুন যা মার্জিত ও রুচিশীল। হার্ডলে ডেভিডসনের একটা মগ যদি আপনার বস আপনার টেবিলে আবিস্কার করে তাহলে কিন্তু সেরেছে! তাই একটু সাবধানে। ছেলেরা সাদাকালো থেকে মগ কিনতে পারেন।

এছাড়া এলিফ্যান্ট রোডের ক্রোকারিজের দোকানগুলোতেও অনেক ধরনের মগ পাওয়া যায়। খুব র‌্যাপ স্টাইলের মগ কিনতে যেতে পারেন হাতিরপুলের আইসকুল এ অথবা গুলশান হলমার্কে। এছাড়া মেয়েরা ভাল মগ পাবেন এলিফ্যান্ট রোডে আর আর্চিস, হলমার্কের বিভিন্ন শোরুমে। ব্যবহারের মগটি যে খুব দামী হতে হবে এমন কোনো কথা নেই। তবে এটি খুব রুচিশীল হওয়া বাঞ্ছনীয়।

এমন একটি মগ একদিকে যেমন টেবিলের শোভা বৃদ্ধিতে সহায়ক তেমনি আপনার অবস্থানটিও কিন্তু অপরের কাছে পরিস্কার করে। সাধারণত মগটি হতে পারে চীনামাটির। দাম পড়বে ৭০ থেকে ১৫০ টাকার মধ্যে। ইদানিং বিভিন্ন মোটিভের মগও পাওয়া যায় যার দাম তুলনামূলক বেশি। ১৩০ টাকা থেকে ৩৫০ টাকার মধ্যে এই ধরনের মগগুলো পাওয়া যাবে বিভিন্ন গিফট্ শপে।

আবার কিছু মগ এখন পাওয়া যায় যাতে তাপ নিরোধক ব্যবস্থা আছে ফলে আপনি অনেকক্ষণ ব্যাপি ঠাণ্ডা কিংবা গরম পানি খেতে পারেন। তবে তার জন্য আপনাকে খরচ করতে হবে অপেক্ষাকৃত বেশি টাকা। মগের ক্ষেত্রে নিজের রাশি অনুযায়ী মগও বেছে নিতে পারেন কিংবা আপনার পছন্দের কার্টুন অথবা কমিকস্-এর চরিত্র আপনার মগে প্রতিফলিত হতে পারে। মগের ক্ষেত্রে এখন বিভিন্ন উজ্জ্বল রঙও প্রাধান্য পায় অনেক বেশি। সবকিছু মিলিয়ে রঙীন দুনিয়ার মগের মুল্লুকে আপনিও নিজেকে খুঁজে পেতে পারেন পানি পিয়াসি একজন হিসেবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।