আমাদের কথা খুঁজে নিন

   

পীরের বাড়িতে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলার জনগন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছী এলাকার পুল্লা গ্রামে এক পীরের বাড়িতে দোয়া মাহফিলে অংশ নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের পুল্লা গ্রামের পীর সাইদুর রহমান চিশতীর বাড়িতে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ বাড়িতে প্রায় আধা ঘণ্টা অবস্থান করে দোয়া মাহফিলে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে তিনি ঢাকা ফেরার পথে বেলা পৌনে ১১টার দিকে নিমগাছী বাজার বাসস্ট্যান্ড চত্বরে এক অনির্ধারিত পথসভায় বক্তব্য দেন। স্বরাষ্ট্রমন্ত্রীর পীরের বাড়ির ওই সফর সম্পর্কে প্রশাসনের কোনো কর্মকর্তা মুখ খুলতে চাননি।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, ‘এটা স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সফর। এ ব্যাপারে আমরা কোনো মন্তব্য করব না। ’ জানতে চাইলে পীর সাইদুর রহমান চিশতী প্রথম আলো অনলাইনকে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কের কারণে তিনি এখানে এসেছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রীর জন্যই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে নিমগাছী বাজারে ওই পথসভায় সাহারা খাতুন বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারকাজ যখন শুরু হয়েছে তখন বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া জামায়াতের যুদ্ধাপরাধী ও বিএনপির দুর্নীতিবাজদের সঙ্গে নিয়ে আন্দোলনের হুমকি দিচ্ছেন।

রোডমার্চ করে তিনি ঘোষণা দিচ্ছেন যুদ্ধাপরাধীদের বিচার করা যাবে না। ’ তিনি আরও বলেন, খালেদা জিয়ার দুই ছেলে যেসব অপরাধ করেছে তারও বিচার বাংলার মাটিতে হবে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর শিল্প, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও আইনশৃঙ্খলায় যথেষ্ট অগ্রগতি হয়েছে। সাহারা খাতুন আরও বলেন, লীগের নেতা-কর্মীরা একতাবদ্ধ থাকলে যুদ্ধাপরাধী ও দুর্নীতিবাজেরা এ দেশে মাথা তুলে দাঁড়াতে পারবে না। সোনাখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে পথসভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল পাঠান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস সরকার প্রমুখ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.