আমাদের কথা খুঁজে নিন

   

তুমি মরীচিকা

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে. আজ আমি বহুদূরের এক যাত্রা পথিক সময়ের পরিক্রমায় হাড়িয়ে আমি পথের দিক, অজানা মরীচিকার পিছনে ছুটে চলছি অবির মাঝে মাঝে খড়তাপে পুড়ে হই ক্লান্ত শ্রান্ত। চলতি পথে পানির জন্য হাহাকার করি মেলে না, আজ মেলে না তা; মাথার উপর দিয়ে চলে যায় শিকারী তবু ধরা দেই না, করি না ধৈর্য্যচ্যুতি। সামান্য সুখের দিশায় এই ছুটে চলা কোন এক অজানা আতংকে ডুকরে কেদে মরা!! লাভ নেই; আজ আর কোন লাভ নেই আছে শুধু অবহেলা আর শুণ্যতার এক অপূর্ব মিলনমেলা। ওই পথেই আজ আমার একমাত্র আলোর দিশা শেষ অবধি যেতে চাই তাই তো বেচে থাকা, পিছন ফিরে তাকাবার আর যে সুযোগ নেই সবকিছু হারিয়েও তবু দেখতে পাই কিছু আলোর ইশারা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।