আমাদের কথা খুঁজে নিন

   

মরীচিকা - ১

নামটা মনে রাখবেন খোলা প্রান্তর, বিস্তৃত সবুজ এক মাঠ কী যে সুন্দর, বসেছে আজ সবুজের হাট। আকাশ ঘন নীল... নাহ্‌... ...............সফেদ- হালকা নীল চলছে আজ পৃথিবীতে সবুজের মিছিল আমি জীর্ণতায় বড়ো শীর্ণকায় ...............ঘৃণ্য এক ধরাবাসী আজ এখানে সর্বত্র সবুজের ভরা হাসি! কেউ নেই; ......... আজ কেউ নেই ............... রোমিও জুলিয়েটরাও ছুটিতে আমিই শুধু একলা কোন স্বপ্নও নেই চোখ দুটিতে। সব নিশ্চল, নিশ্চুপ ...............আজ সবুজের বহুরূপ সূর্যরশ্মিগুলো চকমক- মকচক করছে। ধুরো... সবই তো মরীচিকা! ২০০৯ উৎসর্গঃ অনিমেষ মিত্র (সমরেশ মজুমদার সৃষ্ট চরিত্র)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।