আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা: সর্বশেষ আপডেট: তিনি বেঁচে আছেন

নিঃস্বার্থ মন্তব্যকে ধন্যবাদ, সাময়িক ভাবে আমি মন্তব্যে নেই ভিড়ের গিজগিজে নক্ষত্রখচিত মানুষদের মৃত্যু ঘনিয়ে এলে সাংবাদিকেরা ছুটে যায় সাক্ষাৎকার নিতে আমি জানি এটা নির্মম তবে প্রেসক্রিপশনে দামী ওষুধ লিখলেও তিনি বাঁচবেন না ব্যস্ততা বাড়ছে জুম লেন্সের আগেও তাদের যত্ন করে শেষ ছবি তুলে নিতে দেখেছি কঙ্কালসার সেই একজন বসে আছেন শয্যা থেকে উঠিয়ে বালিশে হেলান দিয়ে বসে আছেন কড়া আলো ঝলসে দেয় তাকে ভাঙা চোয়ালে নিয়ন্ত্রণহীন লালার মত যে শব্দ ঘনিয়ে আসে তাতে অস্ফুট ভাষায় উত্তর দিতে থাকলেন তার স্মৃতি চার দিকে নোটবুক শর্টহ্যাণ্ডে খস খস ব্যস্ত হয় বিধাতা সবার প্রার্থনা শুনতে পান। তিনি এও জানেন শোকার্ত কড়চা ছাপা হচ্ছে কোন এক দিন গভীর রাতে ছবিগুলো চার রঙে ছাপার অপেক্ষায় থাকছে ভিডিও এডিটরদের কাজও প্রায় শেষ ফিরে আসা পত্রিকা এবং ক্যামেরার মালিকেরা চাইছেন অমর হয়ে উঠে যাক নক্ষত্র খচিত মানুষটি যতটা দ্রুত সম্ভব মৃত্যুর মধুর আলিঙ্গনে --- ড্রাফট ১.০

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.