আমাদের কথা খুঁজে নিন

   

একটি জটিল রোগ সম্পর্কে ডাক্তার ভাইদের পরামর্শ চাই।

আমার স্ত্রী গত পাঁচ বছরের ও অধিক কাল ধরে কোমরে ব্যাথার কারণে বিভিন্ন সময় বিভিন্ন ডাক্তার দেখিয়েছেন। যার মধ্যে সৈয়দ আতিকুল হক স্যারের মত সিনিয়র ডাক্তর ও আছেন যিনি প্রায় ২ বছর চিকিৎসা করেছেন। তিনি সাধারণত স্যালাজিন দিতেন, সাথে ওমেপ্রাজল। কয়েক বার ব্যায়াম শেখার জন্য অন্য ডাক্তার এর কাছে ও রেফার করেছেন। তাছাড়া স্কয়ার হাসপাতালে ও প্রায় ১ বছর এবং শহিদুজ্জামান স্যার ও প্রায় ২ বছর যাবৎ দেখছেন, উনি বলেছেন এটা অনেকের এমনি ভাল হয়ে যায়, আপনারা মানসিক দিক দিয়ে ভেঙ্গে পড়বেন না, সব ঠিক হয়ে যাবে।

(আমি কোন ডাক্তার কে ছোট করার উদ্দেশ্যে লিখিনাই, দয়া করে ভুল বুঝবেন না) গত সপ্তাহে আমার পরিচিত আর একজন ডাক্তার (যিনি আগেও কয়েক বার দেখেছেন) কে দেখালে তিনি বলেন একসপ্তাহের ঔষধ দিলাম, কিন্তু তিন দিন পর রেজাল্ট জানাবেন। তিন দিন পর শরীরে রস আসলে ওনাকে জানালে উনি কিছু টেস্ট করতে দেন যার রিপোর্ট এখানে দেয়া হলঃ ১ ও ২ নং ছবি। উক্ত রিপোর্ট দেখে আরো কিছু টেস্ট দেন যার রিপোর্ট নিচে দেয়া হলঃ ৩নং ছবি। এবারের রিপোর্ট দেখে উনি বললেন " আপনার স্ত্রীর টিবি হয়েছে" নিয়মিত ঔষধ খেলে উনি ভালো হয়ে যাবেন। (আমি ডাক্তার সাহেবকে যথেষ্ট বিশ্বাস করি এবং ভাল বলে ও মনে করি) কিন্তু মন কিছুতে মানতে চাচ্ছেনা যে আমার স্ত্রীর টিবি হয়েছে তাই বললাম আরও কোন চেক আপ থাকলে দেন তা ও করে নিশ্চিত হই রোগের বিষয়ে।

তিনি কিছু টেস্ট দিয়েছেন যা আজ করেছি, আগামীকাল রিপোর্ট পাওয়া যাবে। টেস্ট গুলো এখানেঃ ৪ নং ছবি। আপনারা যারা ব্লগে ডাক্তার ভাই আছেন তাঁদের কাছে আমার প্রশ্ন হলো এই রিপোর্ট গুলোর রেজাল্ট কি টিবি হয়েছে এমন কিছু বুঝা যায়?? আমি বুঝিনা বলেই আপনাদের কাছে পরামর্শের জন্য লিখলাম। আপনাদের মন্তব্যের অপেক্ষায় থাকলাম। ধৈর্য ধরে পড়ার জন্য ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.