আমাদের কথা খুঁজে নিন

   

নিজের পছন্দ মত বদলে ফেলুন Windows 7 এর ড্রাইবার ও ফোল্ডার Background ( জানলে ভালো, না জানলে আরো ভালো মার্কা পোস্ট )

দু:খিত, আপনি যে ব্লগটি ভিজিট করছেন, তার ব্লগার বর্তমানে ব্যস্ত আছে। অনুগ্রহ করে কিছু দিন পর আবার ভিজিট করুন। ধন্যবাদ Windows 7 এর সাদা ড্রাইবার ও ফোল্ডার Background দেখতে দেখতে bored হয়ে গেছেন? নিজের মত সাজাতে চান আপনার ড্রাইবার ও ফোল্ডারগুলোর Background? তবে আসুন নিজের মত সাজিয়ে নেই পিসিটাকে। Windows 7 Folder Background Changer এর মাধ্যমে আপনি খুব সহজেই কাজটি করতে পারবেন। যদিও নামে শুধু Folder Background Changer, তবে আপনি এর সাহাজ্যে Driver Background ও পরিবর্তন করতে পারবেন।

► প্রথমে ডাউনলোড করে নিন মাত্র ৫৩২ কিলোবাইটের ছোট্ট Application টি। ► এরপর Application টি ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করুন এবং Run as administrator সিলেক্ট করুন। সাথে সাথে আপনার Windows explorer বন্ধ হয়ে যাবে। ► আপনার কাঙ্ক্ষিত ফোল্ডারটি সিলেক্ট করুন। ► এবার আপনার পছন্দনীয় ছবিটি সিলেক্ট করুন।

► সুবিধা মত Text color সিলেক্ট করুন। যদি উক্ত ড্রাইবার বা ফোল্ডারের সবগুলো সাবফোল্ডারে এই একই Background দিতে চান তবে Apply To Sub Folders সিলেক্ট করুন। ► এবার Application টি Close করে নতুন করে ফোল্ডারটিতে যান এবং উপভোগ করুন আপনার পিসিকে নিজের মত করে। ► যদি Background বাতিল করতে চান, তবে উপরোক্ত প্রক্রিয়ায় Application চালু করে Driver/Folder টি সিলেক্ট করুন এবং Uninstall সিলেক্ট করে নতুন উইন্ডোতে Continue সিলেক্ট করে Application টি Close করে দিন। Windows7 এর ঘষাপেটা Logon Screen বাদ দিয়ে নিজের মত সাজিয়ে নিন ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.