আমাদের কথা খুঁজে নিন

   

স্মার্টফোনে সেরা ১০ অ্যাপ

স্মার্টফোনের ব্যবহার ক্রমশ বাড়ছে। আর স্মার্টফোনে নিত্যনতুন অ্যাপ্লিকেশন অনেকটাই সহজ করে দিয়েছে জীবন। এসব অ্যাপ্লিকেশন ব্যবহারকারীরা উপযোগিতা অনুযায়ী তাদের প্রিয় অ্যাপ বেছে নিচ্ছেন। স্মার্টফোনে ব্যবহৃত সেরা ১০টি অ্যাপ্লিকেশন নিয়ে এবারের ফিচার।
স্টো (Stow)
ভ্রমণে দূরে কোথাও যাচ্ছেন।

আর কিছু না হলেও আপনার সঙ্গে থাকছে একটি স্মার্টফোন। স্মার্টফোনে ব্যবহৃত ভ্রমণসংক্রান্ত একটি প্রয়োজনীয় অ্যাপ স্টো। ভ্রমণে যে কোনো মুহূর্তে কাজে আসতে পারে এমন অনেক কিছু ক্যাটাগরি অনুসারে গুছিয়ে নিতে পারেন এই গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশনে। চাইলে এই তালিকা বন্ধুদের সঙ্গে বিনিময় করতে পারেন।
ফেস্টিভাল রেডি (Festival Ready)
একটি পরিপূর্ণ প্যাকেজের আওতায় এতে অন্তর্ভুক্ত রয়েছে থ্রিডি নেভিগেশন, ওয়েদার ফোরকাস্ট, ক্যাম্পিং টিপস এবং উপভোগ্য সাউন্ড।

যে কোনো উৎসবে এতে আমেজ খুঁজে পাবেন।
ফোরকাস্ট (Forecast.io)
স্মার্টফোনে একটি আবহাওয়াবিষয়ক অ্যাপ্লিকেশন। এ ধরনের ওয়েব অ্যাপের মাধ্যমে হালনাগাদ আবহাওয়ার তথ্য জানা যাবে। এই অ্যাপটি বিশ্বজুড়ে সেবা প্রদান করতে পারবে। পরবর্তী ঘণ্টায় কী ঘটতে পারে, ২৪ ঘণ্টায় কী ঘটবে, এমনকি সাত দিনে আবহাওয়া কী পরিবর্তন ঘটতে পারে, তার তথ্য পাওয়া যাবে এতে।


ফাইন্ড মাই ফ্রেন্ড (Find My Friend)
এই মুহূর্তে আপনার বন্ধু কোথায় রয়েছে তা খুঁজে পাওয়া যাবে এই ম্যাপিং অ্যাপে। প্রকৃত সময়ে বন্ধুর অবস্থান সম্পর্কে আনুমানিক দূরত্ব জানা যাবে। তবে স্মার্টফোন ছাড়াও একটি বার্তা পাঠিয়ে আমন্ত্রণের মাধ্যমে বন্ধুর ঠিকানা খুঁজে পাবেন।
ওয়াটারইন (WaterIn)
সারাদিনের চাহিদা অনুসারে আপনাকে প্রয়োজনীয় পানি পান করতে হবে। উৎসব চলাকালে একদিনে গড়ে আট গ্লাস পানি পান করতে হতে পারে।

অ্যাপটি এ বিষয়ে আপনাকে সহায়তা করবে, যাতে কোনোভাবে পানি পান করার কথা ভুলে না যান।
ক্যামেরা+ (Camera+)
যে কোনো উৎসবে আপনার স্মরণীয় মুহূর্তকে ধরে রাখতে পারেন স্মার্টফোনের ক্যামেরায়। আর এ জন্য এটি একটি দারুণ অ্যাপ; প্রয়োজনে ছবিগুলো এডিট করে নিতে পারবেন। এতে বিল্ট-ইন ফিল্টারও রয়েছে।
ফোটাফ প্যানোরামা (Photaf Panorama)
স্মার্টফোনের ক্যামেরায় যে কোনো দৃশ্য ধরে রাখুন অ্যাপটির সাহায্যে।

ক্যামেরাকে যে কোনো দিকে ঘুরিয়ে ছবি তুললে তা স্বয়ংক্রিয়ভাবে ছবিকে ঠিকভাবে সাজিয়ে রাখবে। পূর্ণ অভিজ্ঞতায় সমৃদ্ধ করতে ৩৬০ ডিগ্রি প্যানারমিক ভিউ বা দৃশ্যধারণ করা যাবে।
শাজাম (Shazam)
স্মার্টফোনের এই অ্যাপের সাহায্যে মিউজিক শোনা এবং ভিডিও প্রোগ্রাম দেখা যাবে। এছাড়া এসব বন্ধুদের মাঝে ফেইসবুক, টুইটার এবং গুগল প্লাসের মতো সামাজিক যোগাযোগ সাইটে শেয়ার করা যাবে।
ইজি ব্যাটারি সেভার (Easy Battery Saver)
আপনার স্মার্টফোনকে ঠিকভাবে চালাতে হলে ব্যাটারির কতটুকু ক্ষমতা আছে, তা জানা দরকার।

আর এ জন্য অ্যাপটি স্মার্টফোনের ব্যাটারির ক্ষমতা শনাক্ত করবে। এতে বিভিন্ন ধরনের মোড রয়েছে। ফলে প্রয়োজনীয় সেটিংস পরিবর্তন করে অ্যাপটি ব্যাটারিকে নিয়ন্ত্রণ করবে।
লিফট (Lyft)
এটি একটি ম্যাপিং অ্যাপ, যা সঠিক অবস্থানে গাড়ি চালিয়ে যেতে সহায়তা করবে। এই অ্যাপের মাধ্যমে চালক নির্দিষ্ট ঠিকানা খুঁজে পেতে পারবেন।


বিভিন্ন উপযোগিতাসম্পন্ন অ্যাপসগুলো একজন স্মার্টফোন ব্যবহারকারীকে তার অনেক চাহিদা পূরণে সহায়তা করবে নিঃসন্দেহে।   

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.