আমাদের কথা খুঁজে নিন

   

স্মার্টফোনে আসবে না নিনটেনডো

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, উইই ইউ গেইমিং কনসোলের ব্যর্থতার পর প্রতিযোগিতামূলক বাজারে ফিরতে নিনটেনডোর ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আনুষ্ঠানিক এক ব্রিফিংয়ে কথা বলেন আইওয়াটা। নিনটোনডো স্মার্টফোনজগতে পা দেবে না বলে নিশ্চিত করেন সেখানেই।
আইওয়াটা ব্রিফিংয়ে জানান, গত কয়েক বছরে নিনটেনডোর গেইমগুলোর স্মার্টফোন প্লাটফর্মের উপযোগী করার পরামর্শ দিয়েছেন অনেকেই। এতে প্রতিষ্ঠানুষ্ঠির ব্যবসার প্রসারণও ঘটবে। কিন্তু তারপরেও স্মার্টফোনে প্লাটফর্মের অংশ হওয়ার ইচ্ছে নেই তাদের ।

আর আইওয়াটার এ মন্তব্যের পর প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ৪.৩ শতাংশ হ্রাস পেয়েছে এমনটাই প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
জনপ্রিয় উইই গেইম কনসোলের পরবর্তী উত্তরসূরি হিসেবে উইই ইউ বাজারে এসেছিল ২০১২ সালের নভেম্বর মাসে। কিন্তু কনসোলটি আশানুরূপ সাফল্য অর্জনের বদলে শিকার হয় সমালোচনার। তবে নিনটেনডোর গেইম নির্মাতা শিগেরু মিয়ামটোর দাবি ছিল উইই-এর তুলনায় প্রযুক্তিগত দিক থেকে অনেক এগিয়ে আছে উইই ইউ।  
নিনটেনডোর নতুন গেইম মারিও কার্ট ৮ এ বছরের মে মাসে বাজারে আসবে এবং সে নিনটেনডো ডিএস টাইটেল উইই ইউ গেইমপ্যাডে ভার্চুয়াল কনসোল সেবার মাধ্যমে স্ট্রিম করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.