আমাদের কথা খুঁজে নিন

   

অপছন্দের স্মার্টফোন আইফোন ৫

‘বেস্ট-সেলিং’ তকমার পাশাপাশি ব্যবহারকারীদের সবচেয়ে অপছন্দের স্মার্টফোনটিও আইফোন ৫! আর এই ‘বিস্ময়কর’ খবর জানিয়েছে ব্রিটিশ দৈনিক দি ডেইলি মেইল। পত্রিকাটির প্রতিবেদন অনুযায়ী, ‘উই আর সোশাল’ নামের এক ব্রিটিশ সোশাল মিডিয়া এজেন্সির সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে এই তথ্য।
আইফোন ফাইভ, স্যামসাং গ্যালাক্সি এসফোর, নোকিয়া লুমিয়া ৯২০ এবং ব্ল্যাকবেরি জেড ১০--এই চারটি স্মার্টফোন নিয়ে টুইটার, ব্লগ এবং বিভিন্ন ফোরামে ব্যবহারকারীদের পোস্ট আর রিভিউ বিশ্লেষণ করে ‘উই আর সোশাল’। সোশাল মিডিয়া এজেন্সিটির প্রতিবেদন অনুযায়ী, অন্য তিনটি স্মার্টফোনের তুলনায় আইফোন ফাইভ নিয়েই সবচেয়ে বেশি অভিযোগ।
স্মার্টফোন ব্যবহারকারীরা নিজের স্মার্টফোনটি নিয়ে বিভিন্ন সোশাল মিডিয়া আর ব্লগে যত পোস্ট করেছেন তার ২০ শতাংশই ছিল অভিযোগ।

আর এ কারণে উই আর সোশালের গবেষণা মতে, সবচেয়ে অপছন্দের স্মার্টফোন আইফোন ফাইভ।
অন্যদিকে ব্ল্যাকবেরি জেড ১০ নিয়ে রয়েছে ১৮ শতাংশ অভিযোগ, আর নোকিয়া লুমিয়া ৯২০ নিয়ে ব্যবহারকারীদের পোস্টগুলোর মধ্যে অভিযোগ ছিল ১৫ শতাংশ। শীর্ষস্থানীয় স্মার্টফোনগুলোর মধ্যে সবচেয়ে অভিযোগ কম গ্যালাক্সি এসফোর নিয়ে। স্যামসাংয়ের স্মার্টফোনটি নিয়ে ব্যবহারকারীদের পোস্টগুলোর মধ্যে অভিযোগের পরিমাণ ১১ শতাংশ। এদিক থেকে বলতে গেলে সবচেয়ে পছন্দের স্মার্টফোন গ্যালাক্সি এসফোর।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.