আমাদের কথা খুঁজে নিন

   

সামু নাকি চামারের ব্লগ? ব্লগে নাকি বেয়াদবের মত যা ইচ্চা তা লেখা যায়!!!

ভিন্ন মতাদর্শ নিয়ে আর যাই হউক এই দেশের কাঠালপাতা খাদকদের কিছু বুঝানোর চেষ্টা করা ভুলেও উচিত নাহ!!! দৈনিক সুরমাটাইম্‌স নামক এক পত্রিকাতে প্রকাশিত সিলেটের গনজাগরন মঞ্চের একটি বিতর্কিত ছবি কে কেন্দ্র করে সৃষ্টি হওয়া বিতর্কে পত্রিকাটির সম্পাদক ব্লগ সম্পর্কে কি কি বলেছেন একটু দেখেনঃ সম্পাদক বলেছেনঃ জী হ্যা, শহিদ মিনার প্রাঙ্গনেই লেখা আছে। সংবাদটি ভাল করে পড়ূন। ভাষা দিবসের প্রস্তুতি উপলক্ষ্যে শহীদ মিনারে ঢোকার গেইট ছিল বন্ধ তাই তারা শহিদ মিনারে ঢুকতে পারে নাই। কিন্তু কুকুরটির বিষয়টি বুজতে পারলামনা, ওর অকি জাগরন দেখা দিয়েছে। এটাকি গনজাগরন আন্দোলনকারী জনতাকে উপহাস করা নয়? সেতু বাবু, ছবি ভূল হল কিভাবে ? আমি কি বলেছি চৌহাট্টা রাস্তা নয়।

কুকুরটি গিটার ওলার পালিত নয়ও বলিনি। পালিত কুকুর নাহলেতো অভাবে বসানোই যেত না। কুকুরটার গলায় কোন লেখাও ছিলনা। আর শহীদ মিনার তো আর আখালিয়ায় নয় মহিলা কলেজেরই সামনে। তাছাড়া সংবাদের মূল বিষয়বস্তুই আপনি না বুজে কুত্তা নিয়ে ব্যাস্ত হয়ে পড়বেন না।

কুত্তারতো আর জাগরন হয়নাই। সুশীল সমাজকে এভাবে কুত্তার কাতারে এক করাটাই ছিল মূল সংবাদ। রাজাকারের বিচারের দাবীতে আমরাই সবচেয়ে বেশী লিখেছে। এখনও লিখতেছি। আপনি কাউকে দেখেননি, কিন্তু আমরাতো না দেখে সংবাদ প্রকাশ করিনি।

আমরাতো প্রতিদিনই দেখতেছি। রাকিব হাসানকে বলছি। সাগুর দল মানে কি? সাগু তো আমরা পথ্য হিসেবে চিনি, অথবা শিশু খাদ্য হিসেবে চিনি। এটা কি কোন গালি? উনি নাকি ছাগু চিনেন না, জোক অফ দ্যা ইয়ার!!! রাকিব হাসান, আপনার সমস্যা থাকলে অফিসে এসে সরাসরি কথা বলবেন। আর আপনার চামারের ব্লগ থেকে কোন নতুন বেয়াদবি শব্দ সৃষ্টি হলে ব্লগ আর প্রত্রিকাতো সমান নয়।

ব্লগে বেয়াদবের মত যা ইচ্চা তা লেখা যায়, পত্রিকায় যায় না। কুত্তা নিয়া একটা গন জাগরনকে বিতর্কিত করার চেষ্টা করছিলেন, আর ঐ সংবাদ প্রকাশ করায় আতে ঘা লেগেছে আর এখন কুত্তার পক্ষে ডিফেন্ড করছেন ? দেখুন ব্লগ সম্পর্কে এই বলদা সম্পাদকের ধারনা উনাকে কি বলা উচিত আপনারাই বলুন। পত্রিকাটির লিঙ্ক ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.