আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বাস কর, আমি এখন আর ছাদে যাই না !!!!!

কখনো ভাবতেই পারিনি আমি কারো ভালোবাসা পেতে পারি । কেউ আমার জন্য ভাবতে পারে এমন কোনো ধারনাই যে আমার ছিল না । তারপর ও কিভাবে যেন তুমি আমার জীবনে এসে পড়েছ। আমার জীবনে খুবই ধীর গতিতে তোমার প্রবেশ করার কাহিনী না হয় সবার অজানাই থাকল। সবাই না হয় না জেনেই থাকল অনেক ঘটনার মাধ্যমে আমার জীবনে তুমি কিভাবে জড়িয়ে গেছ।

আমাদের সম্পর্কের তখন খুব সুদিন যাচ্ছে। নিয়মিত আমাদের যোগাযোগ হচ্ছে। ফোনে কথা হচ্ছে। কিন্তু এর ভিতর একটা সমস্যা হল, ওর তো নিজস্ব কোনো ফোন নাই। রাতের বেলা বাবার মোবাইলটা কোনো ভাবে চুরি করে নিজস্ব একটা সিমকার্ড ভরে তারপর আমাকে ফোন দিত।

এইবার বলি আমার সমস্যা। আমার সমস্যা ও কিন্তু কোনো দিক দিয়ে কম না। তখন ভাইয়া আর আমি এক রুমে ঘুমাতাম। আর যেহেতু রাত ছাড়া কোনো ভাবেই ওর সাথে যোগাযোগ করা সম্ভব না, তাই রাতে তো ওর সাথে আমার কথা বলতেই হবে। রুমে বসে তো আর ওর সাথে কথা বলা যাবে না।

কারন ভাইয়াকে তখন আমি যমের মত ভয় পাই। যেই রুমে ভাইয়া ঘুমাচ্ছে, সেই রুমে আমি ওর সাথে কথা বলব এইটা তো হইতেই পারে না। কে খাইতে চায় মাঝরাতে ভাইয়ার ঝাড়ি। কি আর করার !! নিরুপায় হয়ে আমাকে বেছে নিতে হল আমাদের বাসার ছাদ। এই ভাবেই শুরু হয় আমাদের রাতে কথা বলা।

সময় হলেই কোনো না কোনো ভাবে আমি গিয়ে ছাদে হাজির হতাম। আর শুরু হত আমাদের কোনো বিষয়বিহীন কথাবার্তা। যার কোনো আগা ও নাই মাথা ও নাই। আর এই ছাদে কথা বলার ক্ষেত্রে আমাকে সব চেয়ে বেশি সাহায্য করেছে এই দেশের অনিয়ম। কিছুটা অবাক হওয়ার মতই কথা !! অনিয়ম কিভাবে আবার সাহায্য করে।

একটু খুলে বলি। রাতের একটা নির্দিষ্ট সময়ে আমাদের বাসার কারেন্ট চলে যেত। আমি গরমের উছিলা দিয়া ছাদে চলে যেতাম। আমিই মনে হয় একমাত্র মানুষ যে কারেন্ট যাওয়ার কারনে উপকৃত হতো। আমি অধির আগ্রহে অপেক্ষা করতাম কখন কারেন্ট যাবে।

অবশ্য সত্যি কথা বলতে কি, আমাদের দেশের এই অনিয়ম কিন্তু আমাকে খুব একটা নিরাশ করে নাই। যেই ভাবেই হোক কারেন্ট যাইতই। তবে ডেসা অফিসের লোকদের ভুলে যদি আমাদের কারেন্ট না যাইত আমার চেয়ে অখুশি মনে হয় কেউই হইত না। কত রাত তোমার সাথে কথা বলে পার করেছি। ভাইয়ার ঘুমটা খুব গভীর হওয়ায় ভাইয়া কিন্তু কখনই আমার এই কুকীর্তি টের পায় নাই।

কত মধুর স্বপ্ন দেখেছি। কত কথা যে বলেছি। কত স্বপ্ন যে এঁকেছি। কত ভাবে কত প্ল্যান করেছি!! কোথায় কোথায় আমরা ঘুরতে যাব , কি কি করব !! ওর জীবনের সব চেয়ে বড় একটা ইচ্ছা ছিল, কোনো একটা নাইটকোচ এ ও আমার বুকে মাথা রেখে যাচ্ছে। সারা রাত আমরা কেউ ঘুমাচ্ছি না।

শুধুই চেয়ে আছি জানালা দিয়ে বাইরে। যেই আকাশে থাকবে অনেক তারা। আর আমরা পেরিয়ে যাব হাইওয়ের পাশে দাঁড়িয়ে থাকা সবগুলো গাছ। আজ কিন্তু তুমি আমার পাশে নেই। তোমার চোখের দিকে তাকালে কিন্তু আমাকে দেখা যায় না।

রাতে ঘুমাতে যাওয়ার সময় কিন্তু তোমার একবার ও মনে পড়ে না যে একটি ছেলের সাথে কথা না বললে তুমি ঘুমাতে পারবে না। তোমার মনে একবার ও জেগে উঠে না কোনো নাইটকোচ এর সিটে বসে রাতের তারা দেখার স্বপ্ন। তুমি হয়ত ভুলে গেছ তোমার সব প্রতিশ্রুতি। কিন্তু আমি????? আমি কিভাবে ভুলে যাই যে আমার জীবনে একজন ছিল। যার কন্ঠ না শুনলে আমার ঘুম আসত না।

যার ছবিগুলো যে এখনো আমার চোখে ভেসে উঠে। আমার কম্পিউটার এর কোথাও কেন দৃশ্যমান অবস্থায় তোমার কোন ছবি নেই??? কেন তোমার সব ছবি আমাকে পাসওয়ার্ড দিয়ে লুকিয়ে রাখতে হয়??? কেন তোমার ছবিগুলো আমি কাউকে দেখিয়ে বলতে পারি না, এই মেয়ে টাকে আমি আমার সব কিছুর বিনিময়ে পেতে চেয়েছিলাম, চাই, চাইব??? কেন তোমার দেয়া সবগুলো মেসেজ দেখে এখনো আমাকে চোখের পানি ফেলতে হচ্ছে???আমার অপরাধ কি ছিল??? তুমি তো ঠিকই ভাল আছ। কিন্তু কেন আমি আমার প্রতিদিনের রুটিনের মত ছাদে যেতে পারি না??? সব শেষ কথাটুকু শুধুই তোমাকে বলছি। তুমি বিশ্বাস কর, তোমাকে হারানোর পর আর কখনই আমি আমার বাসার ছাদে যাইনি। কারন ছাদে গেলেই যে আমার চোখে ভেসে উঠবে তুমি!!! তোমাকে তো আমার হাত বাড়িয়ে ধরতে ইচ্ছা করবে, কিন্তু আমি তোমায় কই পাব??? তুমি শুধু নিজে চলে যাও নি সাথে করে নিয়ে গেছ আমার জীবনের সবকিছু !!! ভাল থেকো।

সুখে থেকো। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.