আমাদের কথা খুঁজে নিন

   

এইটি পড়া যেত না, যদি ..... ডেনিস রিচির সন্মানে

উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা পূজি পতিদের দেশে পূজি বাড়াতে সহায়ক কোন ভুমিকা থাকলেই সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রচারে স্থান পাবে অন্যথায় নয়। এটাই যুক্তারাষ্ট্রের প্রচার মাধ্যমের আদর্শ কি না জানিনা তবে অলিখিত প্রথা নিশ্চয়ই। আজ আমি, আপনার সকলের সামনে ইন্টারনেটের মাধ্যমে এই লেখাটি পরিবেশন করতে পারছি, আপনি পড়তে পারছেন, অন্যকে সহজে বিতরন করতে পারছেন তার পেছনে মনে হয় অবশ্যই কিছু মহত লোকের বিশাল অবদান রয়েছে। এই ধরনের মহত লোক প্রযুক্তির ভিত নির্মান করেন। ঐ ভিতের ওপর দাড়িয়ে অন্যান্য বলয় তৈরী হয়, তৈরী হয় কাঠামো, নির্মান হয় চিরস্থায়ী স্থানান্তরযোগ্য, যুগ পরিবর্তনকারী ভাষা দিয়ে যন্ত্রকে সহজে নিয়ন্ত্রনের কৌশল।

ঐ একই কৌশল বিনা পরিশ্রমে, প্রায় বিনা খাটুনিতে, সামান্য সময়ে এবং স্বল্পতম ব্যয়ে এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে স্থানান্তরিত করে দ্বিতীয় যন্ত্র, তৃতীয় যন্ত্র, চতুর্থ …....... লাখ লাখ, কোটি কোটি যন্ত্র চালান বা নিয়ন্ত্রন সম্ভব। যে সকল ভাষার লাইনের সমন্বয়ে একটি ইলেট্রো-মেকানিকাল যন্ত্রকে নিয়ন্ত্রন করনের যন্ত্র বান্ধব ভাষা যিনি তৈরী করেছেন, ঐ কৃতিত্বটিও এই একই মহান ব্যক্তির। অথচ এই মহান ব্যক্তিরা কেন জানিনা কখনই পূজিবাদ নিয়ন্ত্রিত প্রচার মাধ্যমে সহজে আসেননি। তারা বেতনভুক্ত সাধারন নাগরিক হিসাবে চলাফেরা করেছেন। তাঁর উদ্ভাবিত যন্ত্র নিয়ন্ত্রনের ভাষা ও কৌশল নিয়ে একাকি কখনও দাবি দাওয়া করেন নি, পেটেন্ট এর আবেদন করেন নি।

বরঞ্চ তার নিয়োগকারী প্রতিষ্ঠান, এ টি এণ্ড টি তার উদ্ভাবিত এই কৌশল ও যন্ত্রকে নিয়ন্ত্রন করনের যন্ত্র বান্ধব ভাষার ব্যকরনকে (সিনট্যক্স) প্রতিষ্ঠানের সম্পদ ও উদ্ভাবন বলে দাবী করেছে এবং লাইসেন্স এর অধিকারী হয়েছে। বিনিময়ে এই উদ্ভাবক কি পেয়েছেন, তা অবশ্যি জানা যায় নি। হাঁ, যার কথা বলছি, তিনি হলেন সদ্য প্রয়াত ডেনিস রিচি বা ইংরেজিতে Dennis MacAlistair Ritchie (b. September 9, 1941; found dead October 12, 2011)। তাকে তার এ্যপার্টমেন্টে সত্তুর বছর বয়সে একাকি মৃতাবস্থায় পাওয়া যায়। যে কেউ নানাভাবে মৃত্যুবরন করতে পারেন, এটা প্রকৃতির নিয়ম।

কিন্তু যেটা আশ্চর্য সেটা হোল ক'দিন পূর্বেই স্টীভ জবস মারা গেলেন। তাকে নিয়ে মিডিয়া কি করল, তা সকলেরই জানা। "সামু" ও কয়েকদিন তার মৃত্যু সংবাদটির প্রবন্ধ " স্টিকি" করেছিলেন। তবে অনেকেই হয়তো জানেন না, স্টীভ জবস এর এ্যপল ম্যকিনটোশ এর "আইকন" এ ক্লিক করে প্রোগ্রাম চালানোর পদ্ধতিটি এ্যপল এর উদ্ভাবন ছিল না। তার প্রতিষ্ঠান Xerox কোম্পানীর উদ্ভাবিত এই প্রযুক্তিটি নকল করে তাদের বলে চালিয়ে দেন।

প্রয়োজন হলে "Pirates of silicon Valley” ছবিটি দেখার চেষ্টা করুন। বিল গেট্স সন্মন্ধে ঐ ছবিটিতে উল্লেখ আছে। স্টীভ জবস ও বিল গেট্স দু'জন এর ভাষা দিয়ে যন্ত্রকে সহজে নিয়ন্ত্রনের কৌশল পদ্ধতিগুলো ডেনিস রিচির উদ্ভাবিত "C” প্রোগ্রামিং ভাষা দিয়ে তৈরী। আসুন আমরা প্রযুক্তি উদ্ভাবনকারী এই মহত ব্যক্তি 'ডেনিস রিচি' কে সন্মান জানাই এবং শ্রদ্ধাভরে স্মরন করি। WITHOUT C there would be no ipods , no ipads, no apple , no microsoft........ NOTHING. “C” and unix rule the internet world even today  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।