আমাদের কথা খুঁজে নিন

   

এইটি ছাত্রের দোষ নয়, যদি সে ব্যর্থ হয়,

রাজা

এইটি ছাত্রের দোষ নয়, যদি সে ব্যর্থ হয়, কারণ বছরের কেবল ৩৬৫দিন রয়েছে! একটি বছরে একটি ছাত্র ৫২ টি শুক্রবার (বিশ্রাম দিন) আছে: তাহলে রইলো ৩৬৫-৫২= ৩১৩ দিন । ৫০ গ্রীষ্মকাল ছুটির দিন, যেখানে আবহাওয়া যেমন থাকুন না কেন? বাকি আছে ৩১৩-৫০=২৬৩ দিন। ৮ ঘন্টা প্রতিদিন ঘুমান যে ১২২ দিন হয়। বাকী রইলো ২৬৩-১২২=১৪১ দিন প্রতিদিন ১ ঘন্টা ব্যায়াম (স্বাস্থ্য) করলে মোট হয় 15 দিন। বাকী ১৪১-১৫ =১২৬ দিন ২ ঘন্টা প্রতিদিন খাবার এবং অন্যান্য এর জন্য (চর্বণ করা সঠিকভাবে এবং খান) ৩০ দিন: বাকী ১২৬-৩০=৯৬ দিন। ১ ঘন্টা কথা বলার জন্য (মানুষ একটি সামাজিক জীব)15days:বাকী ৯৬-১৫=৮১ দিন Exams দিন প্রতি বছর @৩৫ দিন : বাকী ৮১-৩৫=৪৬ দিন। উৎসব ছুটির দিন ৪০ দিন: বাম ৪৬-৪০= ৬ দিন। অসুস্থতা অন্তত ৩দিন এক বছরের এর জন্য: বাকী 6-3=3দিন চলচ্চিত্র এবং অন্যান্য কাজ অন্তত ২দিন ; বাকী ৩-২=১দিন বাকী যে এক দিন আপনার জন্মদিন । এভাবে কি করতে পারে ছাত্র পাশ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।