আমাদের কথা খুঁজে নিন

   

জানেন কি? আপনি পরকালে কার সঙ্গি!

..ামি পীর পূজারি। সৃষ্টি জগতে আল্লাহ জাত রূপে দুটি স্থানে থাকেন, (১) জিনের অন্তর (২) মানুষের অন্তর। . . . . . . . . . . . . . . . মহান আল্লাহ্‌র প্রতি ভালবাসার নিদর্শন। "আল্লাহ্‌ তা'আলার বানীঃ (আপনি বলে দিন) যদি তোমরা আল্লাহ্‌কে সত্যি ভালোবেসে থাক, তা'হলে তোমরা আমার অনুসরন কর। তা'হলে আল্লাহ্‌ও তোমাদের ভালোবাসবেন।

"(বোখারী শরিফ - হাদিস নং ২৫২৮) নবী(সঃ) বলেনঃ মানুষ যাকে ভালোবাসবে তারই সঙ্গি হবে। । (বোখারী শরিফ - হাদিস নং ৫৭৩৭) "একব্যক্তি রাসূল(সঃ)-এর নিকট এসে জিজ্ঞাসা করল ঃ ইয়া রাসূলাল্লাহ্‌! এমন ব্যক্তি সম্পর্কে আপনি কি বলেন, যে ব্যক্তি কোন দলকে ভালোবাসে, কিন্তু তাদের সমান হতে পারেনি। তিনি বল্লেনঃ মানুষ যাকে ভালোবাসে সে তারই সঙ্গি হবে। " ।

(বোখারী শরিফ - হাদিস নং ৫৭৩৮) "নবী(সঃ) কে জিজ্ঞাসা করা হলো ঃ কোনব্যক্তি একদলকে ভালোবাসে কিন্তু তাদের সমকক্ষ হতে পারেনি। তিনি বললেন ঃ মানুষ যাকে ভালোবাসে, সে তারই সঙ্গি হবে। " । (বোখারী শরিফ - হাদিস নং ৫৭৩৯) "একব্যক্তি নবী(সঃ) কে জিজ্ঞাসা করল ঃ ইয়া রাসূলাল্লাহ্‌! কিয়ামত কবে হবে? তিনি তাকে জিজ্ঞাসা করলেন ঃ তুমি এর জন্য, কি যোগার করেছ? সে বলল ঃ আমি এর জন্য তো বেশি কিছু সালাত, সওম ও সাদাকা আদায় করতে পারিনি। কিন্তু আমি আল্লাহ্‌ ও তাঁর রাসূলকে ভালোবাসি।

তিনি বললেন ঃ তুমি যাকে ভালোবাসো তারই সঙ্গি হবে। " । (বোখারী শরিফ - হাদিস নং ৫৭৮০) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.