আমাদের কথা খুঁজে নিন

   

গল্পটি আপনি জানেন কিন্তু শেষের অংশ জানেন না

আল্লাহতায়লা আদমকে সৃষ্টি করিবার পর ফেরশেতাদের বলিলেন- হে ফিরিশতাগণ, তোমরা আদমকে সিজদা করো। সকল ফিরিশতাগণ সৃষ্টিকর্তার নির্দেশ মোতাবেক আদমকে সিজদা করিলো কিন্তু ইবলিশ সিজদা করিলো না। কারণ হিসাবে সে এই বলিয়া ব্যাখ্যা দিলো যে- আমি হইলাম অগ্নি দ্বারা তৈরিকৃত, আর আদম হইলো মৃত্তিকার দ্বারা তৈরি, অতএব আমি কোনভাবেই আদমকে সিজদা করিতে পারি না। আল্লাহ বলিলেন, ওহে অহংকারি ইবলিশ, আমি যাহা জানি তুমি তাহা জানো না। তুমি আমার নির্দেশ অমান্য করিয়াছো অতএব এই মুহুর্তে তুমি বেহেশত হইতে বহিষ্কার হও।

যেই কথা সেই কাজ। ইবলিশ শয়তান বেহেশত হইতে বিতাড়িত হইলো। তারপর সে পৃথিবীতে আসিয়া অদ্যাবধি একের পর এক মানব সমাজের অকল্যান করিতে করিতে লাগিলো। এই কাজ করিতে তাহার কোন ক্লান্তি নাই। অতি আনন্দে সে জগতের নিকৃষ্ট কাজগুলো করিতে লাগিলো।

অতঃপর ২০১৩ সালে বাংলাদেশে তাহার রুটিন ওয়ার্কে আসিয়া সে কিংকর্তব্যবিমূঢ় অবস্থায় পতিত হইলো। তাহার মনে পড়িলো সর্বশক্তিমান স্রষ্টা বলিয়াছিলেন- 'আমি যাহা জানি তুমি তাহা জানো না'। সে দুই হাত উপরের দিকে তুলিয়া বারবার বলিতে লাগিলো, ইয়া আল্লাহ তুমি সেইদিন ঠিকই বলিয়াছিলে তুমি যাহা জানো আমি তাহা জানি না। অদ্য আমি এই বাংলাদেশে আসিয়া ঠিকই সেই চিত্র দেখিতে পাইতেছি। এই দেশে আমার চাহিতে বড় বড় ইবলিশ শয়তান বাস করিতেছে।

আমি যাহা পারি না ইহারা তাহা করিতে পারে। বন্ধুগণ! আপনার কি এ বিষয়ে কোন ধারণা আছে? বলুন তো দেখি এইসব ইবলিশ কারা? ব্যাখাসহ উত্তর দিতে হইবে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।