আমাদের কথা খুঁজে নিন

   

সমঝোতায় না এলে হারিয়ে যাবেন: মওদুদ

তিনি বলেছেন, “সরকার সমঝোতার পথ পরিহার করে সংঘাতের পথে এগোলে কয়েক মাস পর তাদের আর খুঁজে পাওয়া যাবে না। মূল ধারার রাজনীতিতে তাদের থাকতে হলে অবশ্যই নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন করতে হবে। ”
শনিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য সরকারকে হুঁশিয়ার করেন।
মওদুদ বলেন, “আমি জানি, সরকারের ভেতরে উগ্রপন্থিরা প্রধানমন্ত্রীকে নানা রকমের বুদ্ধি দেবেন। তারপরও সরকারকে বলব, কিভাবে সঙ্কট মোকাবেলা করবেন, তা ভাবুন।

জনগণ যা চায়, তার ওপর ভিত্তি করে সঠিক সিদ্ধান্ত নিন। ”
মওদুদ বলেন, “আমি জানি, সরকারের ভেতরে উগ্রপন্থিরা প্রধানমন্ত্রীকে নানা রকমের বুদ্ধি দেবেন। তারপরও সরকারকে বলব, কিভাবে সঙ্কট মোকাবেলা করবেন, তা ভাবুন। জনগণ যা চায়, তার ওপর ভিত্তি করে সঠিক সিদ্ধান্ত নিন। ”
পাঁচ সিটি কর্পোরেশনে বিএনপি সমর্থিত প্রার্থীদের বিজয় নির্দলীয় সরকারের দাবিতে জনগণের সমর্থনের প্রকাশ বলে দাবি করেন তিনি।


ওই সরকারের রূপরেখা নিয়ে সংলাপ আহ্বান করতে সরকারকে আহ্বান জানিয়ে মওদুদ বলেন, “এখনো সময় আছে, মাথা ঠাণ্ডা করে এজেন্ডাভিত্তিক আলোচনার ব্যবস্থা করুন। আমরা সায় দেব, সহযোগিতা করব। ”
নইলে খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে এই দাবি মানতে সরকারকে বাধ্য করার হুঁশিয়ারি দেন বিএনপি নেতা।
জাতীয় মানবাধিকার পরিষদ নামে একটি সংগঠনের উদ্যোগে ‘সংশোধিত সন্ত্রাসবিরোধী আইন ও নাগরিক অধিকার’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন মওদুদ। এতে মূল প্রবন্ধ পড়ে শোনান এহসানুল হক জসিম।


ওই আইনের সমোলোচনা করে সাবেক আইনমন্ত্রী মওদুদ বলেন, “সংশোধিত আইনের মাধ্যমে পুলিশকে এত ক্ষমতা দেয়া হয়েছে যে সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকবে না।
“আওয়ামী লীগ একবারও চিন্তা করছে না, আগামীতে যদি তারা ক্ষমতায় না আসে, তাহলে এই আইনটিই পরবর্তী সরকার তাদের বিরুদ্ধেই প্রয়োগ করবে। ”
সংগঠনের সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ তথ্য বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস খান, নাগরিক সংসদের সভানেত্রী খালেদা ইয়াসমীন প্রমুখ।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.