আমাদের কথা খুঁজে নিন

   

চিকিৎসাসেবা নাকি চিকিৎসা বাণিজ্য

প্রকৃত রাজনৈতিক নেতার অপেক্ষায় আছি... (কাউকে হেয় করার জন্য নয়। কেবলমাত্র ব্যক্তিগত আক্ষেপ থেকে লেখা) সবার পরিবারের মধ্যেই এক বা একাধিক ডাক্তার আছেন। আমারও আছেন। দেখি গিফট আর গিফট। কেউ কেউ প্লেনের টিকেট, মাইক্রো ওভেন, ফ্রিজ, এমনকি ফ্ল্যাট ও গিফট পেয়ে থাকেন।

প্রশ্ন হলো কেন পান? কারা দেন? এই গিফট এর দাম কি ওষুধের মধ্যে ধরা থাকে? নিশ্চই থাকে। আমরা সবাই জানি পৃথিবীতে ফ্রি সার্ভিস বলে কিছু নেই। তার মানে পণ্য বিপনন খাতে যে অর্থ ব্যয় হয় তার মূল্য ভোক্তার কাছ থেকেই আদায় করা হয়। বিভিন্ন প্যাথলজিকাল টেস্টে আমরা যে অর্থ ব্যয় করি তার ২৫% থেকে ক্ষেত্র বিশেষে ৪৫% নাকি সংশ্লিষ্ট চিকিৎসক পেয়ে থাকেন। অর্থাৎ ঐ পরীক্ষার মূল্য এই পরিমান কম হতে পারতো।

আর সেবার মান? চিকিৎসা বিজ্ঞানে সেবা নামক কিছু নাই মনে হয়। মাল দাও জিনিস নাও - এটাই নীতি। কেউই ভালমতো কথা বলতেও চায়না। আরেকটা অদ্ভুত জিনিস হলো নার্সিং। ডাক্তার যা ও টাকা খরচ করলে বা খুজলে ভাল পাওয়া যায়।

কিন্তু ওই জিনিস খুবই দুর্লভ। ওরা জীবনের ওপর খুবই বিরক্ত বলে আমার ধারনা। বেতনসহ অন্যান্য সুবিধাদিও কম হবার কথা। অথচ মানুষ জীবনের সবচেয়ে অসহায় মুহুর্তে হাসপাতালে ভর্তি হয়। ডাক্তাদের সঙ্গে রোগীর যোগাযোগ সঙ্গত কারনেই কম।

রোগীরা বেশীরভাগ সময়ই নার্সদের তত্বাবধানে থাকেন। নার্সদের বেতন ডাক্তাদের চেয়ে বেশী হওয়া উচিত। কারন তাদের বাড়তি আয় করার কোন ব্যবস্থা নাই। সেবা প্রদানের মাধ্যমে জীবিকা নির্বাহকারীদের দায়িত্ব অনেক বেশী। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.