আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ ক্রিকেটের সৌভাগ্যের প্রতিক চট্রগ্রাম

ভাল পাঠক হলেও নিজে কিছু লিখতে পারি না,মনের ভাবটা তাই ঠিকমত প্রকাশ করতে পারিনা....... মাত্র কয়েকদিনের ব্যবধানে কত পরিবর্তন! দ্বিতীয় ওয়ানডেতে বাজে বোলিং আর ব্যাটিং করে চুড়ান্ত বাজেভাবে হারার পর আমাদের ক্রিকেট টিমটাকে কি ছন্নছাড়াই না লাগছিল!! এটা ছিল ঢাকার চিত্র,অথচ চট্রগ্রামে যাওয়ার পরই পরিস্থিতির কি আমূল পরিবর্তন,একেবারে উল্টায়া দিয়া বাংলাদেশের ইতিহাসের সেরা দাপুটে জয়! চট্রগ্রামের সৌভাগ্যের পরশকে অস্বীকার করার কোন উপায়ই নাই। ঠিক একই পরিস্থিতি তৈরি হয়েছিল গত বিশ্বকাপে ঢাকায় এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৮ রানে অলআউট হওয়ার পর চট্রগ্রামে গিয়ে কি হল? প্রথম ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে আর দ্বিতীয় ম্যাচে হল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালের স্বপ্ন উকি দিল! শুধু এই দুইটা ঘটনাই আরো অনেক ঘটনা উপহার দিয়েছে চট্রগ্রাম, এখানে হওয়া বারটা ওয়ানডের ৮টা এবং গত ছয়টা ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ,প্রথম টেস্ট জয়টা এখানেই,জিম্বাবুয়েকে সর্বনিম্ন ৪৪রানে অলআউট,আশরাফুলের ১৫৮,মুশফিকের একমাত্র টেস্ট সেন্চুরি,তামিমের ইনিংসে ৭টা ছয় কতকিছুই না ঘটেছে এই চাঁটগাঁয়ে!মোটকথা চট্রগ্রামে বাংলাদেশের মোটামুটি পুরা ক্রিকেট ইতিহাসটাই সাফল্যের মোড়কে মোড়ানো। এই সাফল্য শুধু কি সৌভাগ্যের জোরেই? মোটেও না,বরং এখানকার ক্রিকেট পরিবেশ আর পিচের কন্ডিশন বাংলাদেশের ক্রিকেট সক্ষমতার সাথে পুরোপুরি খাপ খায়,পিচ স্পিন ফ্রেন্ডলি আর টিপিক্যাল উপমহাদেশীয় চরিত্রের,যেটা মিরপুরে একদমই হয় না,বরং উল্টাটা হয়ে বাংলাদেশের একেবারে নাকাল দশা হয়! যদি সম্ভব হত তাহলে শুধু চট্রগ্রামেই বাংলাদেশের সমস্ত আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা উচিত হত,যেহেতু এটা সম্ভব নয় তাই বাস্তব একটা প্রস্তাবঃ চট্রগ্রামের মাঠে সিরিজের প্রথম দিককার ম্যাচগুলো আয়োজন করতে হবে,যাতে সেগুলোতে ভাল খেলে বাংলাদেশ পুরো সিরিজে ভাল খেলার আত্নবিশ্বাস পায়। কি বলেন আপনারা?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.