আমাদের কথা খুঁজে নিন

   

ছবিই বলে দেয় ওরা কি করছে.............

জানার আগ্রহ মানুষের চিরন্তন, বই হলো তার বাহন, আইনের মৃত্যু আছে কিন্তু বইয়ের মৃত্যু নেই। গত মাসে আমার ১৮ মাসের কন্যাকে নিয়ে চট্টগ্রাম সার্কিট হাউজের পাশে জিয়া শিশু পার্কে ঘুরতে গিয়ে ভীষণ লজ্জা পেয়েছি। পার্কে দিন দুপুরে প্রেমিক-প্রেমিকাদের অন্তরঙ্গ মূহুত্বের দৃশ্য দেখলে যে কারও লজ্জা পাওয়ার কথা। ফ্রি স্টাইলে একজন আরেকজনকে জড়িয়ে ধরে বসে আছে। শুধু মাত্র আপনাদেরকে শেয়ার করার জন্য কয়েকটি দৃশ্য ক্যামেরার ফ্রেমে বন্দি করি।

কারো অনুমুতি না নিয়ে ছবি তোলা নাজায়েজ তারপরেও এই বিষয়টি নিয়ে কিছু লেখার জন্য ছবিগুলো তুলেছি..আশা করি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। নগরীতে ব্যাঙের ছাতার মত স্যাইবার ক্যাফে গড়ে উঠছে। এই স্যাইবার ক্যাফে গুলি প্রেমিক-প্রেমিকাদের নিরাপদ স্থান। ঘন্টার পর ঘন্টা স্যাইবার ক্যাফেতে প্রেমিক-প্রেমিকারা বসে ইন্টারনেট এ এডাল্ট মুভি দেখছে। অবৈধ প্রেমের পরিণামঃ বিবাহ পূর্ব প্রেম আমাদের সমাজ স্বীকৃতি দেয়নি।

আর ইসলাম ধর্মে সম্পূর্ন নিষিদ্ধ। অবৈধ প্রেম বা মেলামেশার কারনে ছেলে-মেয়েদের পড়ালেখার ক্ষতি হয়। তাদের চাল-চলন ও জীবনযাত্রা পাল্টে যায়। মাতা-পিতার অবাধ্য হয়। নৈতিকতার অবক্ষয় হয়।

প্রেমিকার জন্য অর্থ খরচ করতে গিয়ে অনেক সময় প্রেমিক মহাশয় চুরি-ডাকাতি ও করে থাকে। ধর্মীয় দিক-নির্দেশনা ভুলে গিয়ে পাপের পথে পা বাড়ায়। বিয়ের পর এই অবৈধ সম্পর্ক জানাজানি হলে স্বামী-স্ত্রীর মধ্যে ভূল বুঝাবঝির সৃষ্টি হয়। কোন এক সময় সম্পর্ক শেষ হয়ে গেলে মানসিক দুঃচিন্তায় ভোগে অবশেষে আত্মহত্যার পথ বেঁচে নেয়। আর আত্মহত্যাকারীর ঠিকানা জাহান্নাম।

মনে রাখবেনঃ আপনার ছেলে-মেয়ে অথবা ভাই-বোনের বক্তিগত কম্পিউটারে/মোবাইলে অবৈধ কিছু আছে কি না দেখে নিন। বেশী রাত জেগে পড়াশুনার নাম করে কি করছে কার সাথে কথা বলেছে একটু খেয়াল রাখবেন। ভাল ছেলে-মেয়েদের সাথে ফ্রেন্ডশীপ করতে বলবেন। কারন সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ। একটা কথা আছে, ভাল এর সাথে হাটিলে খায় বাটার পান, খারাপের সাথে হাটিলে কাটা যায় দুই কান।

কোচিং সেন্টারে, প্রাইভেট স্যারের বাসায়, বন্ধু বা বান্ধবীর বাসায় যাবার নাম করে কোথায় যাচ্ছে মাঝে মধ্যে ফলো করবেন। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামায, কোরআন ও হাদিস পড়তে আদেশ দিবেন। কারন, মনের মধ্যে আল্লাহর ভয় ও পরকালের ভয় থাকলে খারাপ পথ থেকে অবশ্যই দূরে থাকবে।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.