আমাদের কথা খুঁজে নিন

   

মন্ত্রে পাওয়া এই নন্দন শরীর

শাফিক আফতাব---------- খেতে ছিলো হলপলা দীর্ঘমোটা বেগুন, রাঙা টমেটো, আর বৃক্ষে কমলা, পেঁপে ; আষাঢ়ের ফজলী আম ; সব সময়ের ঘাতে পঁচে গলে যায়, কোল্ড স্টোরেজ আর ফ্রিজ এসব কদিন আর টাটকা রাখতে পারে হায়? তবু আমি এক আবহমান কৃষক শ্রম ঘাম আর প্রেমের বিনিময়ে চাষাবাদে ফলাই ফসল, খেতে খেতে কিংবা খেতে উদ্যত হতে কিংবা দেখতে দেখতেই বড় বেশী বেলা হয়ে যায়, বেলাকে বলি একটু ধীরে যাও, কিছুতেই শোনেনা কিছু সে। আমি এক কাঁচামালের ব্যবসায়ী, আমার পেঁপে,টমেটো, আর ফজলী আমি গলে গলে যায়, আমার দীর্ঘমোটা বেগুন পঁচে পঁচে যায়। আমরা এক রবীশস্যের খেত, রোদে পুড়ি, জলে ভিজি, ঝঞ্ঝায় লণ্ডভণ্ড হই, তবু ফলাই আবহমান ধান, বেগুন, টমেটো আর কমলা। আমরা যতনে অনশ্বর রাখিতে চাই আমাদের শ্রমফল ; মন্ত্রে পাওয়া এই নন্দন শরীর। তবু ‘কাল’ এসে আমাদের বিকল করে। কিশোরীর স্তন দুধ হয়ে গলে গলে এক সময় চোচা হয়ে যায় ; আমরা রুগ্নতায় নগ্ন হই ; ভগ্ন হয়ে এক সময় পাঁজর ছেড়ে পালাই............ অজানায়, দিগন্তের অথই সীমানায় ........... ২৪.০৩.২০১৩ (বিকেল)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।