আমাদের কথা খুঁজে নিন

   

আক্রমণের মন্ত্রে সাফল্য সিদ্দিকুরের

তবে শিরোপা জয়ের পর আক্রমণাত্মক খেলার পক্ষেই যুক্তি দেখালেন ২৮ বছর বয়সী সিদ্দিকুর। “(চতুর্থ রাউন্ডের শুরুতে) আমি চার শটে এগিয়ে ছিলাম। কিন্তু এখানে শিরোপার লক্ষ্যে অনির্বাণ লাহিড়ি ও এস.এস.পি. চৌরাশিয়া রক্ষণাত্মক খেলতো না। সেক্ষেত্রে আমার চেয়ে কম শটেও তারা খেলা শেষ করতে পারতো। সে কারণেই আমি রক্ষণাত্মক খেলিনি, আক্রমণাত্মক খেলা চালিয়ে গেছি।

” গত মাসে মালয়শিয়ার সিআইএমবি ক্লাসিকে একটি মেজরজয়ী মার্কিন গলফার বুবা ওয়াটসন ও পিজিএ চ্যাম্পিয়শিপ জেতা আরেক মার্কিনি কিগান ব্র্যাডলির সঙ্গে খেলে আক্রমণাত্মক খেলায় উদ্বুদ্ধ হন। ওখানে প্রথম রাউন্ডে ৬৫ তম স্থানে থাকলেও নতুন ভাবে খেলার শুরুর পর ২৫তম স্থানে থেকে টুর্নামেন্টটি শেষ করেছিলেন তিনি। তবে ইন্ডিয়ান ওপেনের শেষ দিনে ভালো খেলার ধারাবাহিকতা ধরে রাখতে না পারায় কিছুটা হতাশাও ফুটে ওঠে সিদ্দিকুরের কণ্ঠে। “আজ (রোববার) আমি ধারাবাহিক ছিলাম না। মোটেও ভালো খেলতে পারিনি এবং অনেক ছোট-খাট ভুল করেছি।

তবে গত তিন দিনে ভালো খেলেছি। “ তবে শেষ রাউন্ডের হতাশার পরও শিরোপা জিততে পেরে দারুণ খুশি বাংলাদেশের প্রথম পেশাদার এই গলফার। “এখানে জিততে পেরে আমি খুব খুশি। ব্রুনাইয়ে জেতার পর একটা টুর্নামেন্ট জিততে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। আমার জন্য এটা কঠিন একটা দিন ছিল।

তবে এই সপ্তাহে যেভাবে খেলেছি তা আমার জীবনের সেরা খেলা। ” ভারতের দিল্লি গলফ ক্লাবে আরাধ্য শিরোপা জেতার পথে রোববার চতুর্থ রাউন্ডে সিদ্দিকুর বেশ স্নায়ুর চাপে ভুগেছেন বলে মনে হয়েছে। কয়েকটি ‘টি শট’ ঠিকমতো মারতে পারেননি তিনি, যা দেখা যায়নি আগের তিন রাউন্ডে। তবে চাপের কথা স্বীকার করলেন না সিদ্দিকুর। “সত্যি বলতে নিজের ওপরে আমি কোনো চাপ দেইনি।

কিন্তু কিছু খারাপ শট খেলে বোগি করেছি। তবে সব শেষে টুর্নামেন্টটা জিততে পেরে খুব ভালো লাগছে। ” রোববার শেষ রাউন্ডে পাঁচটি ‘বোগি’ আর একটি ‘ট্রিপল বোগি’ করে শিরোপা জয়ের পথটা কঠিন করে ফেলেন তিনি। দুই হোল বাকি থাকতে তাকে ছুঁয়ে ফেলেন আরো তিনজন গলফার। তবে ১৭তম হোলে অবিশ্বাস্য এক ‘বার্ডি’ করে আবার এক শট এগিয়ে যান সিদ্দিকুর।

আর শেষে হোলে কোনো ভুল না করে ইন্ডিয়ান ওপেনের সুবর্ণ জয়ন্তীতে খ্যাতনামা ভারতীয় গলফারদের হতাশ করে শিরোপা জিতে নেন বাংলাদেশের সেরা গলফার। ম্যাচ শেষে সিদ্দিকুরও তাই বললেন, ১৭ নম্বর হোলে তার বার্ডিটাই শিরোপা নির্ধারক ছিল।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.