আমাদের কথা খুঁজে নিন

   

জানুন কী ভাবে IDM এ ডাউনলোড করা অসম্পূর্ণ ভিডিও ফাইল গুলিকে প্লে করতে হয়।

"Life Is a Journey, Not a Destination ― Ralph Waldo Emerson যারা বিভিন্ন সময়ে IDM এর সাহায্যে নানা প্রকারের ভিডিও ফাইল ডাউনলোড করে থাকেন , ধরুন কোনো ফাইল 99.9 % ডাউনলোড করবার পর কোনো কারনে ফাইলটির ডাউনলোড অসম্পূর্ণ হয়ে গেল, আপনি একটি 4 জিবি আকারের একটি মুভি ফাইল প্রায় নামিয়ে ফেলেছেন ঠিক সেই সময়ে ঘটলো চরম বিপত্তি , কী করবেন আপনি ? IDM তো আপনাকে পুনরায় ফাইলটিকে নামতে বলবে , আর যাদের শ্লো নেট বা লিমিটেড প্লান তাদের কথা বা নাই বললাম । চিন্তা নেই আমি আপনাদের কাছে এর সমাধান দেবোই দেবো । আমি নিজে উইনডোজ 7 ইউজ করি , তাই আমি পদ্ধতিটি 7 এই পরখ করে বলছি । উইনডোজ 7 ছাড়া এই পদ্ধতিটি কার্যকর করতে যেটা লাগবে সেটা হল ভি এল সি মিডিয়া প্লেয়ার । এবার কী করবেন সেটারই স্টেপ বাই স্টেপ বর্ণনা দেবো ।

যারা পূর্বে এই পদ্ধতির সঙ্গে পরিচিত নন তারা মনোযোগ দিয়ে দেখুন । প্রথমে স্টার্ট মেনু তে ক্লিক করে রান এ যান । তারপর রান কমান্ড এ টাইপ করুন " p;pdata%" এই কথাটি । নিচের ছবিটা দেখুন এবার বিভিন্ন ফোল্ডার গুলির মাঝে IDM নামক ফোল্ডার টিকে ওপেন করুন । আবার IDM নামক ফোল্ডারটির ভিতরে আপনি পাবেন আর একটি ফোল্ডার যার নাম DwnlData, এই ফোল্ডার টিতে ক্লিক করলেই আপনি আর একটি ফোল্ডার পাবেন যেটা আপনার কম্পিউটার এর ইউজার নেম যুক্ত থাকবে ।

নিচের ছবিটা দেখুন এখানে যেমন tech নামটি ইউজার নেম যুক্ত ফোল্ডার । এবার আপনার অন্তিম কাজ উপস্থিত ফোল্ডার টিকে ওপেন করুন আর চিত্রে নির্দেশিত পন্থা অবলম্বন করুন , আসা করি কিছুটা হলেও দুধের স্বাদ ঘলে মেটাতে পারবেন । শেষ পর্যন্ত পাওয়া ফাইল গুলির উপর রাইট ক্লিক করে ওপেন করুন এবং ওপেন উইথ অপ্শন থেকে ভি এল সি মিডিয়া প্লেয়ার সিলেক্ট করে আনন্দে মাতুন । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.