আমাদের কথা খুঁজে নিন

   

জানালা খোলার দিন

যেন এ এক পুরান খেলা । ধুলো ওড়ে, মাটির পথে।জেনো তুমি,আমি হাটি এই পথে এখন জানালা সব খুলে দিতে হবে, মুক্ত বিহংগের মতো শহর তলী আর ভানের পানিতে ভেসে আসা মানুষ সব কর্পো যুগের দেয়াল ভাংবে, ভেঙ্গে যাবে করাপ্টেড স্যুটেড বুটেড এথিষ্ট কিংবা আস্তিকের ফরমান জারি। দেয়ালের পর দেয়াল কিংবা পেটে লাথি মারা মজুরি সয় না যখন ও এম এসের লাইনে দাঁড়ানো আফ্রিকান কালো কালো মানুষের মতো হাড্ডিসার মানুষ গুলোর, তখন দেয়াল ভাংতে হবে, দেয়াল ভেঙ্গে অনিয়মের শেষটা তো দেখতেই হবে। আজ জানালা খুলে দিতে হবে কর্পো যুগের উসিলায় পায়ের উপর পা তুলে আছেন যারা শীতাতপ কক্ষে আগুন জ্বালাতে আসছে শহর তলী কিংবা ভানের জলে ভেসে আসা কঙ্কাল সার মানুষ গুলো।। আজ জানালা খুলে মুক্ত বিহঙ্গের উড়াল দেখতে হবে।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।