আমাদের কথা খুঁজে নিন

   

খোলা জানালা

ঢাকার বাইরে জেলা শহরে, ছোট পরিবারে বড় হয়েছি। খুব বেশী বন্ধুবান্ধব ছিলনা। যে কয়জন বন্ধু ছিল,সবাই খুব কাছের, পরিবারের মত। খোলামেলা পরিবেশে সবাইকে নিয়ে আনন্দময় জীবন। ২০০০ সাল থেকে ঢাকায় আছি।

ছোট বাসায় বদ্ধ জীবনে, বাসার সবাই অস্হির। আমার সবচেয়ে বড় বন্ধু হল আমার ঘরের জানালা। কাজ শেযে জানালায় বসে থাকতাম। ঢাকায় যাদের বাসা থেকে রাস্তা দেখা যায়, আমরা সেই ভাগ্যবানদের একজন। মানুয দেখতে দেখতে সময় কেটে যেত।

মনে হতে পারে, অপরিচিত মানুয দেখে কি হয়? আসলে এক একটি মানুয একেকরকম। সবার মাঝে নতুন নতুন ব্যপারগুলু দেখতে আমার ভাললাগত। এই ভাললাগাটা বেশীদিন চলল না। বাসা ভাড়া বেড়ে যাওয়ায় নতুন বাসায় আসতে হল। পেছনের দিকে বাসা, চারদিকে ইটের দালান ছাড়া কিছু দেখা যায় না।

আমি সবসময় আমার জানালাটাকে খুব মিস করি। এমন সময় আমার এক বন্ধু ব্লগ পড়ার কথা বলল। ব্লগ পড়তে এসে দেখলাম, অনেক মানুয, বিভিন্ন ধরনের লেখা। একই মানুযের বিভিন্ন রকম চিন্তাভাবনা। ব্লগে বসে মাঝে মাঝে মনে হয়, জানালায় বসে আছি।

ব্লগ যারা তৈরী করেছেন, যারা বল্গে লেখেন, সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। এখন এটাই আমার খোলা জানালা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।