আমাদের কথা খুঁজে নিন

   

জানালা

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

জানালা ঘরের জানালা বন্ধ এখন মনের জানালা খোলা; তাইতো তোমার প্রেমে আমি ভীষণ আত্মভোলা। ভিজলো নাহয় মনের উঠোন হঠাৎ বৃষ্টি এসে, প্রেম যদি হয় কাগজের নাও যাবেই নাহয় ভেসে। জানালা আজ খোলাই থাকুক চাঁদ যদিবা হাসে, রাত ঘনালে দেখবো বসে জোছনা কেমন ভাসে! দুয়ার ঠেলে আসেই যদি দখিনা বাতাস ঘরে, কাটিয়ে দেবো অলস সময় গল্পগুজব করে। জোনাক নাহয় আলো জ্বেলে খুঁজবে এসে দ্বারে; আমরা দুজন থাকবো বসে নিবিড় অন্ধকারে। তোমার আমার মন জানালায় পর্দা যখন ওড়ে; হাজার খুশীর ঝলমলে রোদ ঠিকরে যেন পরে। ২২.০৪.২০০২

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।