আমাদের কথা খুঁজে নিন

   

নিহত বাংলাদেশিকে বিএসএফের ক্ষতিপূরণ

রোববার বিজিবি রাজশাহী ব্যাটালিয়ন নিহত শাহ আলমের পরিবারকে পাঁচ লাখ টাকার চেক হস্তান্তর করবে।
২০১০ সালের ৯ নভেম্বর রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জ গ্রামের শাহ আলম (৪০)  বিএসএফের গুলিতে নিহত হন।
বিজিবি-৩৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাম্মি ফিরোজ জানান, শুক্রবার ওই অনুদানের চেক রাজশাহী বিজিবির হাতে পৌঁছেছে।
রোববার সকালে আনুষ্ঠানিকভাবে নিহতের পরিবারের কাছে এ চেক হস্তান্তর করা হবে।
বিএসএফের গুলিতে নিহত কোনো বাংলাদেশির পরিবারকে বিএসএফের আর্থিক ক্ষতিপূরণ এটিই প্রথম বলে তিনি জানান।
২০১০ সালে শাহ আলম মাল নিহত হওয়ার পর বিজিবি ও বিএসএফর পতাকা বৈঠকে ক্ষতিপূরণ দেয়ার প্রতিশ্রুতি দেয় বিএসএফ।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.