আমাদের কথা খুঁজে নিন

   

নিহত বাইসন



1টা কিশোর আচমকাই ঢুকে পড়েছিল আবাসিক হোটেলের উচ্চতর তলায়। এখানে এতোগুলো প্রজাপতি নিয়ম করে উড়ে, নিয়ম করে সাঁতরায়, এখানেই যে আছে অদ্ভুত আলোর বাগান; লোকাল বাসে ঝুলে যেতে যেতে এতোদিন টের পায়নি সে 1টা কিশোর আচমকাই পেয়েছিল 5 ফিট বাই 7 ফিট মাঠে দুরন্ত বিড়ালছানার মতো দে-ছুট্... স্বাধীনতা; মনে পড়েছিল পড়শীফ্যাট আপুর কলেজ-ফেরত বিধ্বস্ত মুখ আর কলেজগামী টাটকা নাক, সেইসঙ্গে ভাসছিল মিসকল-মিসকল খেলার বদলে ডিজুসরাত্রির অবাধ হাস্যস্বর... তার এমন উড়ালক্ষণে হুট করে কখন যে ঢুকে গেল প্রেমিকার বিষণ্নমুখ_ সাড়ে 5 ইঞ্চি প্রাণ সাঁতার ভুলে ডুবতে থাকলো জেদি মহাসমুদ্রের মাতাল গহ্বরে, তাকে বাঁচাতে এলো না হামজা/রোস্তম কিংবা বিদেশী কোনো উদ্ধার-জাহাজ [রুদ্র আরিফ : খিলক্ষেত, ঢাকা : 03/02/2006] [প্রথম কাগুজে মুদ্রণ : উল্লেখ। লিটলম্যাগ। ফেব্রুয়ারি 2007]


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.