আমাদের কথা খুঁজে নিন

   

শব্দেরা নিহত বলে

মাথার ঝাঁপিতে বন্দি কবিতার দল.....

না মেলা উত্তরে হাতছাড়া হল ভাগ্যশিখা পথিক থমকে দাড়ায়। যেতে হলে উত্তর চাই নাহলে নিষিদ্ধ আজ এ যাত্রা তলাতে হবে অজানা গভীরে! অনেক খোঁজাখুঁজি হয়, শব্দের সাড়া নেই অবশ অনুভূতিগুলো, চোখে আধাঁরের ঘনঘটা পথিক দিশেহারা হয় চুল খামচে ধরে চিৎকার দিয়ে বলে আমার শব্দেরা নিহত বলে আজ চিন্তার সূতো ছেঁড়া অজানা আড়ালে মুক্তি ক্ষত-বিক্ষত হেটেচলা পথ! আমার শব্দেরা নিহত বলে আমি একাকী দূরে সরে আছি তোমাদের ভবিষ্য থেকে, তিল তিল গড়া জীবনের থেকে তোমাদের ছোঁয়া থেকে! কেবলই আমার শব্দেরা নিহত বলে এভাবে আটকে আছি......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।