আমাদের কথা খুঁজে নিন

   

‘বিএনপি এলে রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাতিল হবে’

তিনি বলেন, “রামপালে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হচ্ছে জনগণের সুবিধার কথা বিবেচনা করে নয়, করা হচ্ছে শুধু মানি গেইন করার জন্য।”
শনিবার রাজধানীতে ‘সুন্দরবন বাঁচাতে হলে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধের বিকল্প নেই’ শীর্ষক এক আলোচন সভায় একথা বলেন তিনি।
মঈন খান বলেন, রামপালে এই বিদ্যুৎ কেন্দ্র চালু হলে সুন্দরবনের যে ক্ষতি হবে তা কোনো দিনও পোষানো যাবে না।
“বিএনপি ক্ষমতায় এলে রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চুক্তি শুধু বাতিল করা হবে না, চিরতরে বাতিল করা হবে।”
সভায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা বাতিল করার দাবি জানান তেল-গ্যাস-খনিজ, বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ।
সরকার এই বিদ্যুৎ কেন্দ্রের কাযর্ক্রম বন্ধ না করলে আগামী ২৪ সেপ্টেম্বর সুন্দরবন অভিমুখে লংমার্চ করার ঘোষণা দেন তিনি।
সরকার দেশের বিদ্যুৎ সংকট সমাধানে কম দামে ও সহজে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর প্রক্রিয়া অনুসরণ করছে না বলে মন্তব্য করেন তিনি।
জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এ সভায়  আয়োজক সংগঠন সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশননের সভাপতি ফরিদুজ্জামান ও পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) সাধারণ সম্পাদক ড. এম মতিন বক্তব্য দেন।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.