আমাদের কথা খুঁজে নিন

   

যে সত্য বলে সে সত্যবাদী। যে মিথ্যা বলে সে মিথ্যাখুর। যে মিথ্যা দিয়ে সত্যকে ডাকে তাকে কি বলে?

img|http://media.somewhereinblog.net/images/thumbs/Mehman_1364080152_1-Lie.jpg] পশ্চিমা বিশ্বের কিছু কিছু নীম্নমানের রাজনৈতিক কার্যক্রমের অনেকটাই গতকাল রাজধানীর মতিঝিলে দেখা গেছে! নীচে এর কিছু উদাহরণ দেয়া হলো আপনাদের চিত্তবিনোদনের জন্য! Exaggeration - ৫০০ এর সাথে কয়েকটা ঘোড়ার ডিম বসিয় দিলে তা লাখ লাখ হয়ে যা। হয়েছে ও তাই! ৫০০ - ৭০০ দলীয় কর্মীদের এক সমাবেশে লাখো লখো লোকের সমগম হয়েছে বলে চালিয়ে দিলেন বীর মুক্তিযুদ্ধা, আওয়ামী ওলামালীগের দেশ বরেণ্য নেতা, হযরতে বাই'য়িদা, মাওলানা ফরিদউদ্দিন মাসউদ। Economical with the truth - মিথ্যা বলা মহা পাপ। তাই বলে যে সত্য বলতে হবে তাতো নয়! মিথ্যা বলার গুনাহ থেকে পানাহ পাওয়ার জন্য সত্যকে কিভাবে কবর দিতে হ্য় তার জন্য সমাবেশ শেষে সংগঠনটির পক্ষ থেকে দেয়া প্রেস বিজ্ঞপ্তিটি একটু পড়ুন। Spin doctor - বিলেতের টনী ব্লেয়ারের কাছ থেকে এবার মাওলানা ফরিদউদ্দিন মাসউদ - দরদী নীম্নমান, হাক্কানে-য়ে-বাগ, দাওয়াতি মা'তা', সুন্দর পোষা-পোষা spin doctor - এর টইটেল চিনেয়ে নিয়েছেন! সরকার সহযোগীতা করে নাই বলে অনেক আলেম-ওলামারা সমাবেশে আসতে পারেননি এবং পুলিশের পটকা বিস্ফোরণের কারণে আলেম-ওলামারা ভয় পেয়েছেন বলে মন্তব্য করেছেন শরীয়া'য়ে শেখ! ব্লে্য়ারের ইরাক আক্রমনও শেখের প্যাঁচ-পাচকে হার মানিয়েছে! Taking the limelight - সরকারের কাছে পল্টন ময়দান চাওয়া হয়েছিল। কিন্তু ঘাস নষ্ট হয়ে যাবে এ কথা বলে সরকার পল্টন ময়দান দেয়নি। তিনি জানান, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব হওয়ার ইচ্ছা তার নেই।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.