আমাদের কথা খুঁজে নিন

   

আমি সত্য না হইলে গুরু সত্য কোন কালে? - লেট হ্যাপি বার্থ ডে

যদি নির্বাসন দাও.................................................................. আমি ওষ্ঠে অঙ্গুরী ছোঁয়াবো আমি বিষ পান করে মরে যাবো! বিষণ্ন আলোয় এই বাংলাদেশ নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ, প্রান্তরে দিগন্ত নির্নিমেষ- এ আমারই সাড়ে তিন হাত তুমি।

আমাদের অগোচরে প্রিয় ব্লগার হাসান মোরশেদ পেরিয়ে গেছেন জীবনের আরেকটি বছর। দেরীতে হলেও শুভেচ্ছা জানানোর এই সুযোগটি হাতছাড়া করতে চাইনা। তাই, সত্যানুসন্ধানী অন্তর্মুখী এই লেখককে প্রিয় কবি আবু হাসান শাহরিয়ারের একটা কবিতা উপহার দিলাম . . . . . .। শুভ হোক প্রতিটি দিন, শুভ হোক অনাগত সময়, সত্যের পথে নিভর্ীক পথচলা। [গাঢ়] পাখিদের ক্যালেন্ডারে রোববার, সোমবার নেই; আজ বৃক্ষবার বনে বনে আড্ডাবাজ হাওয়াদের ভিড় কাল সারাদিন ছিল বৃষ্টিবার; তারও আগে রৌদ্রবার গেছে কতকাল আগে লেখা গতকাল এখনো অস্থির পাখিদের ক্যালেন্ডারে বৃক্ষবার - রৌদ্রবার- বৃষ্টিবার থাকে মানুষের ক্যালেন্ডারে চীনের প্রাচীর। পালকের ঢেউয়ে ঢেউয়ে সুরস্রোতা নদী বয়ে যায় সুরের মাতম লাগে মাটির খাতায়, সুরে সুরে দূরে দূরে আড্ডাবাজ হাওয়াদের ভিড় কতকাল আগে লেখা গতকাল এখনো অস্থির . . . [/গাঢ়] স্মৃতি হাতড়ে লেখা। ভুল হলে ক্ষমা পাবো নিশ্চয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.