আমাদের কথা খুঁজে নিন

   

কী ভীষন কষ্ট রে কী ভীষন কষ্ট রে....

শুন আমার ভাই বোনেরা আমি একজন প্রেমের মরা আমার একটা অনুরোধ আমার লেখা গুলো কেউ দয়া করে গান হিসেবে নিবেন না ভাবলে বড় ভূল হবে। আর একটা কথা সবাই ভাববেন যে কী ভীষন কষ্ট রে কী ভীষন কষ্ট রে.... আমার কষ্ট দেখে হাসি ঐ পাষানী.... যার কারনে জীবন আমার হয়ে গেছে নষ্ট রে... কথা দিয়ে তুমি কথা রাখনী........... চলে গেছো দুরে ভালোবাসনী........ প্রেম নয় করে গেছো অভিনয়......... কাঁচেরই মত তাই ভাংঙ্গলে হৃদয়...... অসহায় নিস্ব আমি আছি আধাঁরে। কী ভীষন কষ্ট রে কী ভীষন কষ্ট রে....... বুঝিনি তো দেবে এত যাতনা..... ভালোবাসা হয়ে গেছে বেদনা..... নষ্টের ছোঁয়া দিলে এ বুকে.......... বিরহে পুড়ে তাই মরছি ধুকে........ না পাওয়ার কষ্ট বল ভুলি কি করে। কী ভীষন কষ্ট রে কী ভীষন কষ্ট রে... ইতি তোমার ভালবাসার ভিখারী মামুন খাঁন


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।