আমাদের কথা খুঁজে নিন

   

অপূর্ব, প্রভা দর্শন এবং আমাদের শিক্ষা।

সোনার হরিনের পেছনে ছুটছি। আমরা সবাই কম বেশি ঘটনাটা জানি। মিডিয়ার কল্যাণে মিডিয়ার লোকদের কুকৃর্তি আমাদের কাছে অজানা নয়। একটু বলে রাখি প্রভার একটি ছেলের সাথে সম্পর্ক ছিল। যাহোক অভিনয়ের সুবাদে অপূর্ব প্রভার মধ্যে আরেক টি সম্পর্ক গড়ে ওঠে।

শেষ পর্যন্ত তারা পালিয়ে বিয়ে করতে বাধ্য হয়। এখন আমি বলি অপূর্ব কি প্রভার বিয়ের বিষয়টা জানত না। অবশ্যই জানত। অপূর্ব এর এমন শাষ্তি হওয়াতে আমি খুশি হয়েছি। কারন অপূর্ব কেন জেনে শুনে একটা বিয়ে ঠিক হওয়া মেয়ের কাছে গেল।

প্রভাই বা কেন এত কিছু করার পর অপূর্ব এর সাথে পালাল। এতে করে কি তাদের নির্বুদ্ধিতার পরিচয় পাওয়া যায় না। আমি মনে করি এই বিষয় টা নিয়ে অপূর্ব প্রভা কারও ক্ষতির পরিমান কম না। প্রভার বিয়ে ভেঙ্গে গেছে। তার পরিবারের সবার মর্যদা ক্ষুন্ন হয়েছে।

এসব কথা শুনার পর তার ভক্তরা আর তাকে পছন্দ করছে না। ঠিক একইভাবে অপূর্ব এর মান সন্মানের বিরাট ক্ষতি হয়েছে। মিডিয়ার পরিচালক রা তাদের নাটকে অপূর্ব নিচ্ছে না হয়ত বা। এবং একই ভাবে অপূর্ব এর ভক্তরা রাও তাকে ঘৃণা করা শুরু করেছে। এই প্রেমটা মোটামুটি পরকিয়া প্রেমের মতই।

পরকিয়া প্রেম নিয়ে কিছু কথা বলি। আমাদের দেশে এখন পরকিয়া প্রেম সাধারন একটা বিষয় হয়ে গেছে। ভাইরাছের মত পরকিয়া প্রেম চারিদিকে মানুষের মধ্যে ছরিয়ে পরছে। কবে দেখবেন আমরা পশ্চিমা দেশ গুলোর মত হয়ে গেছি। আমাদের আর বিয়ে করার দরকার পরবে না।

বিযের আগেই আমাদের বাচ্চা হবে। সেদিন আর বেশি দূর নয়। কিন্তু এটা খুব ঘৃণা জনক কাজ। মানুষ পরকিয়া প্রেম বিষয়ে অপূর্ব প্রভার কাছ থেকে শিক্ষা নিতে পারে। একটা অবৈধ সম্পর্ক কিভাবে তাদেরকে ছোট করে দিতে পারে।

একটা পরিবারকে ধ্বংস করে দিতে পারে। পরিবারের উপর কিরুপ প্রভাব ফেলতে পারে। কিভাবে কতগুলো জীবনকে নষ্ট করে দিতে পারে। এ কেমন সভ্যতা আমরা দিন দিন অর্জন করছি। পত্রিকাতে দেখেছি এক মেয়ে তার নবজাতক সন্তানকে হত্যা করে পরকিয়া প্রেমিকের হাত ধরে পালিয়েছে।

এমন ঘটনা অনেক ঘটতে শুনেছি। কিন্তু কোন ঘটনারই বিচারের ফলাফল আজ পর্যন্ত ঢালাও ভাবে কোন পত্রিকাতে প্রকাশ হতে দেখি নাই। আর এর ফলে পরকিয়া প্রেমের বিচারের পরিনতি সম্পর্কে আমরা সম্পূর্ণ রুপে অগ্গ। সেখানে অপূর্ব প্রভার পরিণতি আমরা মোটামুটি জানি। অপূর্ব প্রভার এই পরিণতি আমাদের পাথেয় হতে পারে।

আমরা এখান থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে রক্ষা করতে পারি। সমাজকে রক্ষা করতে পারি চরম অবণতি হওয়ার হাত থেকে। এমন সম্পর্ক জীবনে আসার আগে আমরা অন্তত একবার ভেবে দেখতে পারি অপূর্ব প্রভার কথা। (আমার লেখা উপন্যাস '' যুদ্ধ'' ধারাবাহিকভাবে প্রকাশ হবে কিছু দিন পর) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।