আমাদের কথা খুঁজে নিন

   

অপূর্ব কিছু দেখলাম

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।

ঈদের আগে অপূর্ব কিছু দেখা ইচ্ছা ছিল। দিপ্তপ্রভাময় কোন কিছু। কিছু দ্বিতীয়হস্ত পার্টস-পত্র। দেখালামও।

মাশাল্লাহ। মাইন্ড খাইয়েন না দাদারা। যারা এতোকাল মনে করে এসেছেন যে এ দেশের উঠতি পোলাপাইনদের দিয়া কিচ্ছু হবে না, তারা ভুল মনে করছেন। আসলে আমাদের উঠতি অথবা আগামী প্রজন্ম সমন্ধে আমাদের কোনই আইডিয়াই নাই। আমরা পাশ্চাত্যের পুরোটাই আত্মস্থ করেছি, তা অনুশীলনও করেছি ঠিকঠাক মতন।

ফলে প্রদর্শনীর সময়ে কোন ছন্দপতন হয় নাই। আমার মনে হয়েছে আমরা তৈরী-পোষাক-এর মত অনেক ক্ষেত্রেই এক্সপোর্ট কোয়ালিটির মাল সাপ্লাই করতে পারব এখন। যারা মাইনাছ দিতে চান, দয়া কইরা দুইখান দিয়েন। আর মডু দাদা, দয়া কইরা স্ট্যাটাস নামানের আগে ভাল কইরা পইড়্যা দেইখেন কুন যায়গায় দুষ হইছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।