আমাদের কথা খুঁজে নিন

   

অপূর্ব সকাল

কলপনার মাঝে ভেসে আছি

অসীম দূরন্তময় অপূর্ব সকাল শিশুর হৈচৈ এ মেতে থাকে চিরকাল, দেখে তার সূর্যের মনকাড়া হাসি কৃষক পাড়ি জমায় মাঠে,খেয়ে খাবার বাসি। আজকের সকালে উঠলেও রবি তাতে নেই একটুখানি মায়ার ছবি। সারা আকাশ জুড়ে মেঘের আভা দৃষ্টিগোচর হচ্ছে না তাই সৌরপ্রভা; একটি দুইটি করে অনেকগুলো পাখি ডাকছে কানেও তা মধুর মত করে ভেসে আসছে। বাধা পড়েছে শিশু-কিশোরদের খেলায় তাদের দস্যিপনায় তুলে রাখা,সারা পাড়া মাথায়। চারিদিকে ছড়িয়ে পড়েছে আর্দ্রভাব আজ প্রকৃতির দূর্যোগে ভেঙ্গে গেছে সকলের মন, ঝড়েও পড়েছে ফল আম,জাম,গাব কিন্তু মানুষ পেয়েছে অন্য প্রানের জাগরন। এর কিছুদিন পরেই প্রকৃতি সজ্জিত হয়েছে নতুন সাজে ডালপালাকে ভরিয়ে দিয়ে সবুজে সবুজে। এ যেন প্রকৃতির শৃঙ্খলহীন খেলা ঘটায় মানুষের জীবনে সুখ-দু:খের ভেলা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।