আমাদের কথা খুঁজে নিন

   

কোটা বাতিল চেয়ে রিট

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নিযোগ পরীক্ষায় মুক্তিযোদ্ধার সন্তান/নাতি-নাতনি, আদিবাসী, নারী, জেলা কোটা ও প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত ৫৬ ভাগ কোটা কেন বাতিল ও প্রত্যাহার করা হবে না- জানতে রুল চেয়েছেন তারা।
পাশাপাশি রুল বিবেচনাধীন থাকা অবস্থায় বিদ্যমান ৫৬ শতাংশ কোটার ওপর স্থগিতাদেশ চাওয়া হয়েছে। ৩৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলও স্থগিত রাখার আদেশ চেয়েছেন রিটকারীরা।
এই রিটে মন্ত্রী পরিষদ সচিব, পিএসসি চেয়ারম্যান ও শিক্ষা সচিবকে বিবাদী করা হয়েছে।
এসএম আসাদুজ্জামান ও মো. হারুন অর রশীদ নামের এই দুই রিটকারী ৩৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় তাদের উত্তরপত্র ও সঠিক উত্তরপত্রও তলব করার জন্য আদালতের নির্দেশনা চেয়েছেন।


দুই রিটকরীর পক্ষে আইনজীবী ইউনুস আলী আকন্দ রোববার আবেদনটি সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় জমা দেন। তবে হাই কোর্টের কোন বেঞ্চ এটি শুনবে- তা এখনো নির্ধারিণ হয়নি।  
গত সোমাবার ৩৪ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের পর তা নিয়ে চাকরিপ্রার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। বিক্ষোভ-প্রতিবাদের মুখে বুধবারই ওই ফল পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেয় পিএসসি।
কিন্তু সরকারি চাকরিতে সব ধরনের কোটা বাতিলের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

গত বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনাও ঘটে।  

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.