আমাদের কথা খুঁজে নিন

   

সৌদি আরবে ৮ বাংলাদেশীর শিরচ্ছেদ। অমানবিক নাকি ন্যায়বিচার???

সৌদি আরবে ৮ বাংলাদেশীর শিরচ্ছেদ সোজা কথায় মৃত্যুদন্ড হয়েছে অনেকেই দেখি প্রতিবাদ করছেন। তার মানে ব্যাপারটা হল একটা অপরাধের বিচারের মাধ্যমে শাস্তির বিরোধীতা করা হচ্ছে। এই আচরণ কেন? বাংলাদেশী বলে খারাপ লাগতে পারে। আমারও লাগছে। কিন্তু তাই বলে আমি কি বিচারকে অস্বীকার করব? আমার দেশের লোক বলে তাদের সমর্থন করা মানে যে বা যারা নিহত ও ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের অমর্যাদা করা।

প্রত্যেক দেশের নিজস্ব আইনকানুন থাকে। সেই অনুযায়ীই বিচার হয়। তাদের ক্ষেত্রেও সৌদি আরবের নিয়মানুযায়ী বিচার হয়েছে। এতে অন্যায়ের কি দেখলেন। এমন তো না যে তারা নির্দোষ হয়েও সাজাপ্রাপ্ত।

যদি কেউ মনে করেন যে তারা নির্দোষ তবে আগে তা প্রমাণ করুন। শুধু নিজ দেশের লোক বলে সাফাই গাইবেন না। আমাদের এখানে হলে এতক্ষণে ক্রসফায়ার হয়ে যেত। সেটা কি ঠিক হত? বিচার বহির্ভূত হত্যাকান্ড কখনোই সমর্থনযোগ্য না। তারা অন্তত তা করেনি।

বিচার হয়েছে। তারপর শাস্তি। আমাদের রাষ্ট্রপতিরা এতই উদার যে নিজ দলের মানুষকে ক্ষমা করতে দ্বিধা করেন না। কিন্তু তাদের দেশে নিহত ব্যক্তির পরিবার ছাড়া আর কেউ ক্ষমা করতে পারে না। এই নিয়মটা অনেক ভাল।

শিরচ্ছেদের বিরোধীতা অনেকে করবেন। বলবেন তা অমানবিক। ভাই, প্রশ্ন করছি, আমাদের দেশে যে ফাসি দেয়া হয় তা কি খুব মানবিক? একটা লোক দড়িতে ঝুলে মারা যাচ্ছে। এরপর তার শিরা কেটে দেয়া হচ্ছে মৃত্যু নিশ্চিত হওয়ার জন্য। এটা কি খুব মানবিক মনে হয়।

যুক্তরাষ্ট্রে একসময় ইলেকট্রিক চেয়ার দিয়ে মারা হত। এখনো কিছু কিছু অঙ্গরাজ্যে হয় বলে জানি। আছে গ্যাস চেম্বার, ফায়ারিং স্কোয়াডের মত নিয়ম। এসব কি খুব মানবিক? একটা লোক মারা যাচ্ছে দৃশ্যটা দেখতে খারাপ লাগবে এটাই স্বাভাবিক। কিন্তু তাই বলে পুরো ব্যবস্থার বিরোধীতা করা সমর্থনযোগ্য না।

এবার একটা প্রশ্ন করি, ইয়াহিয়া খান, টিক্কা খান এদেরকে যদি শাস্তি দিতে বলা হয় তবে কি শাস্তি দেবেন? মানবতার দোহাই দিয়ে জেলে পুরে রাখবেন? নাকি হত্যার দায়ে তাদের জীবন নিয়ে নেবেন? আমি হলে তাদের পাথর মেরে হত্যার আদেশ দিতাম। কারণ তারা যেমন হত্যার জন্য দায়ী তেমন ধর্ষণের জন্যও দায়ী। আমার কাছে একজন মানুষ মারা যেমন একাধিক মানুষ মারাও একই। কথা আসতে পারে, সৌদিরা নাকি বর্বর। সেটা এখানের আলোচ্য বিষয় না।

অন্তত এটুকু বলি, অপরাধের শাস্তি দিলে কেউ বর্বর হয় না। এটা সৌদি আরবের সমর্থনে কোনো পোস্ট না। এখানে খালি বাংলাদেশী বলে প্রতিবাদ করার বিরুদ্ধে যুক্তি দেখানো হল। তাই অপরাধীদের শাস্তি নিয়ে উচ্চবাচ্য না করে আসুন যারা বিদেশে কাজ করতে যাবেন তাদের অপরাধ থেকে নিরুৎসাহিত করি এবং সেখানে গিয়ে যাতে মানবেতর জীবনযাপন না করে তার জন্য তদারকির ব্যবস্থা করি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.