আমাদের কথা খুঁজে নিন

   

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ঈদ

দাঁড়িয়ে থেকো সরে যেওনা...এখানে দাঁড়ানো তোমার অধিকার... কিছু দিন আগের ঘটনা। মালিবাগ রেলস্টেশনের পাশের এক টঙ্গের দোকানে চা খেতে খেতে পরিচয় হয় মানিক নামের একটা ছেলের সাথে। বয়স ১০-১২ হবে। তার এই ছোট্ট জীবনে বাবাকে কখনোই সে দেখে নাই। বাবার কথা জিজ্ঞেস করাতে কিছুই বলতে পারছিল না সে।

অভাবের সংসারে মা কে সাহায্য করার জন্য সারাদিন ঘুরে ঘুরে রাস্তায় পরে থাকা সামান্য মূল্যবান বস্তুগুলো কুড়িয়ে নেয় এবং সেগুলি তার ঝোলায় রাখে। এগুলি বিক্রি করে দিনে কিছু আয় হয় আর তা দিয়ে অভাব মোচনের সামান্য চেষ্টা করে। সামনে ঈদ, ঈদ নিয়ে তার ভাবনা জানতে ইচ্ছে হল। তাই কথায় কথায় তাকে জিজ্ঞেস করলাম ''কিভাবে কাটাবা ঈদ?'' কিন্তু তার মুখে কোনো কথা নেই। তারপরও তাকে জিজ্ঞেস করলাম ''এইবার ঈদে কি কিনবা?'' এবারো সে চুপ।

আমার বুঝতে বাকি রইল না ভুল মানুষকে ভুল প্রশ্ন করে ফেলেছি। মানিকের মত রাস্তায় রাত কাটানো মানুষদের আসলে ঈদ বলতে কিছু নেই। ঈদ তাদের কাছে আর দশটা দিনের মতই। তাদের পক্ষে সম্ভব না ঈদের নতুন জামা কেনা। ঈদও তারা কাটিয়ে দেয় খালি গায়ে বা ছেঁড়া পুরনো জামা পড়ে।

ঈদকে ঘিরে আমাদের কত আয়োজন, আমাদের জ়ীবনে বয়ে আনে উৎসবের আমেজ অথচ এই পথশিশুরা ঈদের সকল আনন্দ থেকে বঞ্চিত হয়। আর তাই আমরা ShopnoBUZZ এইবার মানিকের মত কিছু সুবিধাবঞ্চিত শিশুদের ঈদকে আনন্দ উৎসবে পরিণত করার উদ্যোগ নিয়েছি। আর এই কাজে আমাদের সাথে যোগ দিয়েছে Light of Hope নামের আরেকটি স্বেচ্ছাসেবী সংগঠন। ঈদ উপলক্ষে আমাদের কার্যক্রমঃ ঈদ উপলক্ষে আমরা কিছু সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের নতুন জামা কিনে দিব। চেষ্টা করবো সব শিশুদের মত তারাও যেন নতুন জামা পড়ে হাসি-খুশিভাবে ঈদ উদযাপন করতে পারে।

আমাদের এবারের EID FEST 2013 এর স্লোগান “Little Contribution, Big Smile, Huge Happiness”। আপনার ছোট্ট অংশগ্রহণ পথশিশুদের মুখে ফুটাতে পারে বিরাট হাসি, আর তাদের দিতে পারে পরম আনন্দ। আমাদের এই কার্যক্রম বৃহৎ পরিসরে করার লক্ষ্য নিয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি। শুধুমাত্র আমাদের একার প্রচেষ্টা কখনোই কার্যক্রমকে শতভাগ সফল করতে পারবে না, তাই সকলের সম্মিলিত প্রচেষ্টা জরুরি। আপনি যেভাবে এই কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেনঃ * ভলান্টিয়ার হিসেবে আমাদের এই কার্যক্রমের সাথে নিজেদের যুক্ত করতে পারেন।

০১৬৮৬০৭২৮৪১ নম্বরে সরাসরি যোগাযোগ করুন। * নিজের সামর্থ্য মত আর্থিক সহযোগিতা আমাদের কাছে বিকাশ করে পাঠাতে পারেন। আমাদের বিকাশ একাউন্টঃ ০১৮৩৬৩৬৩১২৩ * সরাসরি অর্থ প্রদান কিংবা কার্যক্রমের স্পন্সর হতে যোগাযোগ করুনঃ ০১৬৭৪৭১৬৯২০ * নিজের বন্ধু-বান্ধব, সহপাঠী, আত্মীয়স্বজন হতে ফান্ড সংগ্রহ করে এই কাজের জন্য দিতে পারেন। বিভিন্ন এলাকায় আমাদের ভলান্টিয়ার রয়েছে। তাদের কাছে আপনার সংগৃহীত অর্থ জমা দিতে পারবেন।

* ইভেন্টে জয়েন করে বন্ধুদের ইনভাইট করুন। * এই নোট নিজের ওয়াল এবং বন্ধুদের ওয়ালে শেয়ারের মাধ্যমে আমাদের কার্যক্রম সম্পর্কে জানান। * এছাড়া “EID FEST 2013” ইভেন্টের কভার ফটো ও প্রোফাইল পিকচার নিজেরা ব্যবহার করে প্রচারণায় সহযোগিতা করতে পারেন। EID FEST 2013 সর্ম্পকে নিয়মিত আপডেট জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ়ে। https://www.facebook.com/shopnobuzzbd আমাদের একার উদ্যোগ হয়ত কিছু শিশুর ঈদকে আনন্দে রাঙিয়ে দিবে।

কিন্তু আপনাদের সকলের অংশগ্রহণই পারে আরো বেশি সুবিধাবঞ্চিত শিশুর ঈদকে উৎসবে রুপান্তরিত করতে। ঈদের জন্য তো অনেক টাকার কেনাকাটা করব সবাই, সেখান থেকে কি কিছু টাকা এই শিশুদের জন্য দিতে পারি না???? Eid Fest 2013 Little Contribution, Big Smile, Huge Happiness Organized by: ShopnoBUZZ Supported by: Light of Hopes ~Born To Help~ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.