আমাদের কথা খুঁজে নিন

   

একজোড়া চোখ একঝাক চিল

তোকে আমার একটি কথা, কয়েক লগন একটুখানি খোঁজার জন্য একজোড়া চোখ একঝাক চিল হন্যে হয়ে ঘোরার মত খুঁজেছিল পৌষের সব কেউটে রাতে। একজোড়া চোখ চেয়েছিল তোর হাওয়ার আলতোখানি একতরফা ভালবেসে হাজার তারার সাক্ষী হয়ে জেগে থেকে খুঁজেছিল একটি পুকুর ভালবাসার একজোড়া হাঁস হতাশ্বাসে খাবি খাওয়া একটি চিতল ভালোবাসার বুকভরা শাঁস জানিস কি তুই? একটি বিকেল বৃষ্টিস্নাত হাওয়ার সাথে সন্ধি করে একটি বোকা হাটে কেমন খালি পায়ে মোহন-বাঁশি মোহিনী সুর সঙ্গ করে একটিবারও পাইনি তোকে ধারালো সব অনুভূতির করাত তলায় শিকার হবার বিদায় বেলায় মোহন-বাঁশির সুরের সাথে অন্ধকারে হাঁসের মত জলকেলিতে এক পুকুরে দিনদুপুরে হারিয়ে যাওয়া সেই ছেলেটার হৃদয়-জুড়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।