আমাদের কথা খুঁজে নিন

   

একটি অমলিন সহজপ্রেমের গল্প

সাদামনের মানুষ : প্রথমতো সবকিছু সুন্দররূপেই দেখে... তনিমা, একটি CD এর দকানে কাজ করে; Sales-girl হিসেবে। একদিন রুপক নামের একটি ছেলে সেই দোকানে CD কিনতে আসে; প্রথম দেখাতেই ভালো লেগে যায় মেয়েটিকে এবং শুধুমাত্র মেয়েটিকে দেখার জন্যই সে নিয়মিত সেই দোকানে CD কিনতে আসতো; বাসায় গিয়ে CD এর প্যাকেট খুলেও দেখত না; এভাবে কেটে গেল বহুদিন; রুপকের বাড়ি CDতে ভরে যাওয়া শর্তেও সে নিয়মিত দোকানে যেত এবং তনিমার কাছ থেকে নতুন CD নিয়ে আসতো... একদিন দোকানে গিয়ে দেখল মেয়েটি নেই; দোকানের অন্য কর্মচারীর সাথে কথা বলে সে জানতে পারল মেয়েটি রোড Accident এ মারা গিয়েছে; নিজেকে সামলাতে পারলনা রুপক; সে বাড়িতে গিয়ে একমাত্র SRITI CDর প্যাকেট গুলো বের করল; বের করে দেখল মেয়েটি প্রতিদিন প্যাকেট-এর ভিতর একটি করে চিঠি দিয়েছে; কিন্তু সে খুলেও দেখেনি...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.