আমাদের কথা খুঁজে নিন

   

নোবিপ্রবি খোলার দাবিতে বিক্ষোভ

রোববার সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তারা বিক্ষোভ মিছিল করেন।
এ সময় তারা দুইঘণ্টা সোনাপুর-চরজব্বার সড়ক অবরোধ করেন। এতে রাস্তার দুপাশে যানবাহনের দীর্ঘ লাইনের সৃষ্টি হয়।
অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের আন্দোলনের জেরে গত ২ জুলাই বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
এ ব্যাপারে রেজিস্ট্রার মো. মোমিনুল হব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার শৃঙ্খলা কমিটির সভা হওয়ার কথা রয়েছে।
ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রিকে স্নাতক (সম্মান) থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং করার দাবিতে এ বিভাগের শিক্ষার্থীরা গত ২৯ জুন দুই প্রভাষকককে ১৮ ঘণ্টা একটি কক্ষে আটকে রাখে।
এর জেরে ২ জুলাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই বিভাগের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত এবং ১০ ছাত্রকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার ও দুই ছাত্রকে জরিমানা করে।
এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে গেলে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.