আমাদের কথা খুঁজে নিন

   

নোবিপ্রবি’র উপাচার্যকে নাগরিক কমিটির বিদায়ী সংবর্ধনা



নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. সঞ্জয় কুমার অধিকারীকে নাগরিক কমিটির পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। রোবববার বিকেলে নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়য়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, জেলার সর্বস্তরের রাজনীতিবিদ ও পেশাজীবী নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। নাগরিক কমিটির আহবায়ক অধ্যক্ষ বেলাল উদ্দিন কিরনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী উপাচার্য প্রফেসর ড. সঞ্জয় কুমার অধিকারী ছাড়াও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মোস্তাফিজুর রহমান, রেজিষ্টার প্রফেসর মমিনুল হক, জেলা প্রশাসক মোঃ সিরাজুল ইসলাম, পুলিশ সুপার হারুন-উর-রশিদ হাযারী, নোয়াখালী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ড. নিমাই চাঁন বিশ্বাস, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মুহাম্মদ সাহাবউদ্দিন, প্রবীন শিক্ষাবিদ অধ্যক্ষ আমানত উল্যা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক মিলন ও মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, নোবিপ্রবি’র ভাষা শহীদ সালাম হলের প্রভোষ্ট আনোয়ারুল বাশার, শিক্ষাথী মেহেরুন্নেছা আাঁখি প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা মিজানুর রহমানসহ অনেকেই নোবিপ্রবির ভিসির অসুস্থতাজনিত কারণে বিদায়ে কান্নায় ভেঙ্গে পড়েন। বক্তরা একটি নতুন বিশ্ববিদ্যলয় হিসাবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গতা দানে প্রফেসর ড. সঞ্জয় অধিকারীর ভূমিকার কথা স্মরণ করেন। ড. সঞ্জয় অধিকারী তাঁর কর্মকালীন সময়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ও শিক্ষার্থীদের কল্যাণে জেলাবাসী, বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড, শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীদের বিশেষ করে সরকার দলীয় স্থানীয় সাংসদ একরামুল করিম চৌধুরীর আন্তরিক প্রচেষ্টা ও সহযোগীতার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেন। #

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.